ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ফুটবল

প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের ড্র

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৪ ঘণ্টা, জুলাই ১৮, ২০১৮
প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের ড্র বাংলাদেশ জাতীয় ফুটবল দল। ছবি: সংগৃহীত

পিছিয়ে পড়েও দ্বিতীয়ার্ধের শেষ সময়ের গোলে কাতারের মেসাইমি ফুটবল ক্লাবের সঙ্গে প্রস্তুতি ম্যাচে ১-১ এ ড্র করেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল।

এর আগে বুধবার (১৮ জুলাই)  মেসাইমির ফুটবল ক্লাব ট্রেনিং গ্রাউন্ডে ম্যাচের প্রথমার্ধে এগিয়ে যায় স্বাগতিকরা। দ্বিতীয়ার্ধে সমতায় ফেরে বাংলাদেশ।

৮৩ মিনিটে কর্নার থেকে লাল সবুজের দলকে সমতা এনে দেন শাখাওয়াত হোসেন রনি।

অগাস্টে জাকার্তা-পালেমবাংয়ে অনুষ্ঠেয় এশিয়ান গেমস ফুটবলকে সামনে রেখেই  এই মুহুর্তে কাতারে অনুশীলন করছেন মামুনুলরা।

ইভেন্টের গ্রুপ পর্বের খেলা শুরু হবে ১৪ অগাস্ট থেকে। যেখানে ২৪টি দল খেলবে ছয়টি  গ্রুপে ভাগ হয়ে।   ‘বি’ গ্রুপে থাকা বাংলাদেশের প্রতিপক্ষ কাতার, উজবেকিস্তান ও থাইল্যান্ড।

বাংলাদেশ সময়: ০১৫২ ঘণ্টা, জুলাই ১৯, ২০১৮
এইচএল/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।