ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

ফুটবল

দলবদলের বাজারে যাদের মূল্য বেশি ঊর্ধ্বমুখী

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৩ ঘণ্টা, জুলাই ১৯, ২০১৮
দলবদলের বাজারে যাদের মূল্য বেশি ঊর্ধ্বমুখী দলবদলের বাজারে এই তারকাদের মূল্য বেশি ঊর্ধ্বমুখী- ছবি: সংগৃহীত

বিশ্বকাপ শেষে দলবদলের বাজার আবার সরগরম। গত ক্লাব মৌসুমে এবং রাশিয়ায় বিশ্বকাপে ভালো পারফর্ম করে অনেকে যেমন পাদপ্রদীপের আলোয় উঠে এসেছেন, আবার অনেকে আগের অবস্থান হারিয়ে বসেছেন। অনেকের বাজারমূল্য বেড়েছে, অনেকের গেছে কমে।

চলুন একনজরে এমন কয়েকজন ফুটবল তারকার তালিকা দেখা যাক, যাদের বাজারমূল্য সবচেয়ে বেশি ঊর্ধ্বমুখী (তারিখ: ১-১-২০১৭ থেকে ০৭/২০১৮)।

২০।

নেবি কেইতা (লিভারপুল)- ১১ মিলিয়ন ইউরো থেকে ৬৫ মিলিয়ন ইউরো (৪৯০ শতাংশ বৃদ্ধি)

১৯। মার্কাস রাশফোর্ড (ম্যানচেস্টার ইউনাইটেড)- ১০ মিলিয়ন ইউরো থেকে ৬৫ মিলিয়ন ইউরো (৫৫০ শতাংশ বৃদ্ধি)

১৮। মাউরো ইকার্দি (ইন্টার মিলান)- ৪০ মিলিয়ন ইউরো থেকে ৯৫ মিলিয়ন ইউরো (১৩৭ শতাংশ বৃদ্ধি)

১৭। ইডেন হ্যাজার্ড (চেলসি)- ৬৫ মিলিয়ন থেকে ১২০ মিলিয়ন ইউরো (৮৪ শতাংশ বৃদ্ধি)

১৬। থমাস লেমার (অ্যাতলেটিকো মাদ্রিদ)- ১৪ মিলিয়ন ইউরো থেকে ৭০ মিলিয়ন।

১৫। লেরয় সানে (ম্যানচেস্টার সিটি)- ৩০ মিলিয়ন থেকে ৯০ মিলিয়ন ইউরো (২০০ শতাংশ বৃদ্ধি)

১৪। রোমেলু লুকাকু (ম্যানচেস্টার ইউনাইটেড)- ৪০ মিলিয়ন ইউরো থেকে ১০০ মিলিয়ন (১৫০ শতাংশ)

১৩। লিওনেল মেসি (বার্সেলোনা)- ১২০ মিলিয়ন থেকে ১৮০ মিলিয়ন ইউরো (৫০ শতাংশ বৃদ্ধি)

১২। মার্কো আসেনসিও (রিয়াল মাদ্রিদ)- ১৫ মিলিয়ন থেকে ৭৫ মিলিয়ন ইউরো (৪০০ শতাংশ বৃদ্ধি)

১১। উসমানে ডেম্বেলে (বার্সেলোনা)- ১৮ মিলিয়ন ইউরো থেকে ৮০ মিলিয়ন ইউরো (৩৪৪ শতাংশ বৃদ্ধি)

১০। গ্যাব্রিয়েল জেসুস (ম্যানচেস্টার সিটি)- ১৬ মিলিয়ন ইউরো থেকে ৮০ মিলিয়ন ইউরো (৪০০ শতাংশ বৃদ্ধি)

০৯। পাওলো দিবালা (জুভেন্টাস)- ১৬ মিলিয়ন থেকে ৮০ মিলিয়ন ইউরো

০৮। ডেলে আলি (টটেনহাম)- ২০ মিলিয়ন ইউরো থেকে ১০০ মিলিয়ন ইউরো (৪০০ শতাংশ বৃদ্ধি)

০৭। নেইমার (পিএসজি)- ১০০ মিলিয়ন ইউরো থেকে ১৮০ মিলিয়ন ইউরো (৮০ শতাংশ বৃদ্ধি)

০৬। সার্গেই মিলিনকোভিচ-সেচিচ (লাজিও)- ৯ মিলিয়ন ইউরো থেকে ৯০ মিলিয়ন ইউরো (৯০০ শতাংশ বৃদ্ধি)

০৫। ফিলিপে কুতিনহো (বার্সেলোনা)- ৩৫ মিলিয়ন ইউরো থেকে ১২০ মিলিয়ন ইউরো (২৪২ শতাংশ বৃদ্ধি)

০৪। কেভিন দে ব্রুইনি (ম্যানচেস্টার সিটি)- ৬০ মিলিয়ন ইউরো থেকে ১৫০ মিলিয়ন ইউরো (১৫০ শতাংশ বৃদ্ধি)

০৩। হ্যারি কেইন (টটেনহাম)- ৪০ মিলিয়ন থেকে ১৫০ মিলিয়ন ইউরো (২৭৫ শতাংশ বৃদ্ধি)

০২। মোহামেদ সালাহ (লিভারপুল)- ২৭ মিলিয়ন ইউরো থেকে ১৫০ মিলিয়ন ইউরো

১। কিলিয়ান এমবাপ্পে (পিএসজি)- তালিকায় সবার উপরের স্থানে আছেন সদ্যই বিশ্বকাপজয়ী তরুণ ফরাসি ফুটবলার এমবাপ্পে। এ পিএসজি তারকার বাজারমূল্য ২০১৭ সালের জানুয়ারি থেকে ১ হাজার ৬৫০ শতাংশ বেড়েছে। মাত্র ৪ মিলিয়ন থেকে ট্রান্সফার মার্কেটে তার বর্তমান মূল্য ১৫০ মিলিয়ন ইউরো।

বাংলাদেশ সময়: ১৯৫৭ ঘণ্টা, জুলাই ১৯, ২০১৮
এমএইচএম/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।