ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

ফুটবল

আমরা আপনাকে বিশ্বাস করি না: সাম্পাওলিকে মেসি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৩ ঘণ্টা, জুলাই ২১, ২০১৮
আমরা আপনাকে বিশ্বাস করি না: সাম্পাওলিকে মেসি মেসি ও সাম্পাওলি-ছবি: সংগৃহীত

দুঃস্বপ্নের মতো রাশিয়া বিশ্বকাপ কেটেছে আর্জেন্টিনার। ফেভারিট হয়েও সমর্থকদের শুধু হতাশই করেছে দলটি। আর আসরটি শেষে এবার বেরিয়ে এলো কিছু চমকপ্রদ তথ্য। জানা যায়, গ্রুপ পর্বে ক্রোয়েশিয়ার বিপক্ষে হারের পর কোচ হোর্হে সাম্পাওলির সঙ্গে বাক-বিতাণ্ডায় জড়িয়ে পড়েন লিওনেল মেসি।

এবারের আসরে গ্রুপ পর্ব পার হওয়াই একটা সময় আর্জেন্টিনার জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছিল। যেখানে আইসল্যান্ডের বিপক্ষে ড্রয়ের পর ক্রোয়েশিয়ার বিপক্ষে ৩-০ ব্যবধানের বাজে হার আসে।

সম্প্রতি আর্জেন্টাইন সাংবাদিক এরিয়েল সেনোসিয়াইন ‘মুন্দিয়াল এস হিস্তোরিয়াস’ নামের একটি বই প্রকাশ করেন। যেখানে তুলে ধরা হয় মেসি ও সাম্পাওলির ঝগড়ার কিছু অংশ।

নিচে পাঠকদের জন্য সেই অংশ দেয়া হলো:

মেসি: আপনি আমাদের যা বলছেন, তার কিছুই কাজে আসছে না। আমরা আর আপনাকে বিশ্বাস করি না, এখন আমরা আমাদের কথা বলবো।

সাম্পাওলি: তোমাদের কথা কি ব্যাপারে?

মেসি: সবকিছু নিয়ে।

সাম্পাওলি: তুমি কি দলের লাইন-আপ ঠিক করতে চাও? অনুশীলন থেকে শুরু করে সবকিছু?

মেসি: আপনি আমাকে ১০বার জিজ্ঞেস করেছেন আমি কাকে খেলাতে চাই, তবে আমি তো আপনাকে কোনো নামই বলিনি। অথচ আপনি সবার সামনে বলেছেন আমি ইতোমধ্যে আপনাকে নাম দিয়েছি।

২১তম বিশ্বকাপে মেসিদের দৌড় অবশ্য শেষ ষোলেতেই থামে। যেখানে শিরোপাধারী ফ্রান্সের কাছে ৪-৩ ব্যবধানে হেরে যায় আলবিসেলেস্তারা। আর বিশ্বকাপ বিদায়ের পর ইতোমধ্যে সাম্পাওলিকে বরখাস্তও করেছে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন।

বাংলাদেশ সময়: ২০০৮ ঘণ্টা, ২১ জুলাই, ২০১৮
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।