ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ফুটবল

বিশ্বকাপ জিতে চুল কাটলেন জিরুদ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৫ ঘণ্টা, জুলাই ২৩, ২০১৮
বিশ্বকাপ জিতে চুল কাটলেন জিরুদ অলিভার জিরুদ। ছবি: সংগৃহীত

বিশ্বকাপ জিতলে তবেই চুল কাটাবেন, এমন ঘোষণা দিয়ে রেখেছিলেন রাশিয়া বিশ্বকাপের আগেই। ফ্রান্স বিশ্বকাপ জিতেছে, তাই নিজের কথা রাখতেই দীর্ঘদিন থেকে লালন করা নিজের প্রিয় চুল বিসর্জন দিতে হলো অলিভার জিরুদকে।

রাশিয়া বিশ্বকাপে ফ্রান্সের হয়ে সাতটি ম্যাচ খেলেছেন জিরুদ, তবে একটিও গোল পাননি ফ্রান্সের হয়ে ৩১ গোল করা এই স্ট্রাইকার।  সময়ের হিসেবে মোট ৫৬৪ মিনিট মাঠে ছিলেন জিরুদ।

 এই সময়ের মধ্যে ১৩টি শট করেছেন। কিন্তু অবাক করা বিষয় হলো, তার কোনো শটই গোলপোস্ট মুখে যায়নি।

অলিভার জিরুদ

ব্যক্তিগতভাবে ব্যর্থ হলেও দল জিতেছে বিশ্বকাপ শিরোপা।  তাই কথাও রাখলেন জিরুদ। বিশ্বকাপ জয়ের এক সপ্তাহের মাথায় চুল কেটে সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে ছবিও পোস্ট করেছেন এই ফরাসি স্ট্রাইকার।

বর্তমানে অবসর সময় কাটানোর ফাঁকেই নিজের স্টাইলিশ চুল কাটিয়ে ফেলেছেন তিনি।  নিজেই তা সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন।

বাংলাদেশ সময়: ২১৪৪ ঘণ্টা, জুলাই ২৩, ২০১৮

এমকেএম/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।