ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ফুটবল

বার্সার উইলিয়ান প্রস্তাব ফিরিয়ে দিল চেলসি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭২২ ঘণ্টা, জুলাই ২৪, ২০১৮
বার্সার উইলিয়ান প্রস্তাব ফিরিয়ে দিল চেলসি উইলিয়ান-ছবি: সংগৃহীত

উইলিয়ানকে কেনার জন্য বার্সেলোনার তৃতীয় দফা প্রস্তাবও ফিরিয়ে দিল চেলসি। তারকা এ উইঙ্গারের জন্য ৬৫ মিলিয়ন পাউন্ডের লোভনীয় অফারও মন গলাতে পারলো না ব্লুজদের। তবে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে দাবি ৭০ মিলিয়নে তাকে ছেড়ে দেবে ইংলিশ প্রিমিয়ার লিগের দলটি।

এর আগে কিংবদন্তি আন্দ্রেস ইনিয়েস্তার বিদায়ের পর থেকেই মিডফিল্ড নিয়ে ভাবনায় পড়ে কাতালান জায়ান্ট বার্সা। তার অভাব ঘোচাতেই ব্রাজিলিয়ান তারকা উইলিয়ানকে কেনার ইচ্ছে পোষণ করে লা লিগার বর্তমান চ্যাম্পিয়নরা।

ব্রিটিশ সংবাদমাধ্যম স্কাই স্পোর্টস জানায়, ব্রাজিলিয়ান তারকা পাওলিনহোর চীনে পাড়ি দেওয়ার পর স্কোয়াড তালিকায় অ-ইউরোপীয় স্লটে আরও একজন তথা তৃতীয়জন নেওয়ার সুযোগ সৃষ্টি হয় বার্সার। আর এজন্য তারা উইলিয়নের জন্য অফার দেয়।

উইলিয়ান ছাড়াও বার্সার রাডারে আছেন ফ্রাঙ্কি দে জং এবং আদ্রিয়েন র‍্যাবিয়ট। বার্সা কোচ আর্নেস্টো ভালভার্দে মিডফিল্ডে বিকল্প খুঁজছেন আন্দ্রেস ইনিয়েস্তার জাপান পাড়ি দেওয়ার পর থেকেই। তাছাড়া আন্দ্রে গোমেজও ক্লাব ছাড়ছেন। ফলে ব্রাজিলিয়ান তারকা কুতিনহোর যোগ্য সঙ্গী হিসেবে তার চোখ উইলিয়ানে নিবদ্ধ।

বাংলাদেশ সময়: ০১১৬ ঘণ্টা, ২৪ জুলাই, ২০১৮
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।