ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ফুটবল

রোনালদোহীন জুভিরা হারালো বায়ার্নকে

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৪১ ঘণ্টা, জুলাই ২৬, ২০১৮
রোনালদোহীন জুভিরা হারালো বায়ার্নকে রোনালদোহীন জুভিরা হারালো বায়ার্নকে-ছবি: সংগৃহীত

প্রাক মৌসুম ফুটবল টুর্নামেন্ট ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নস কাপে বায়ার্ন মিউনিখকে ২-০ গোলে হারালো জুভেন্টাস। এ মৌসুমে চমক জাগিয়ে রিয়াল মাদ্রিদ থেকে জুভিতে পাড়ি দেয়া তারকা ক্রিস্টিয়ানো রোনালদো অবশ্য ম্যাচটিতে ছিলেন না। তবে আন্দ্রিয়া ফাবিল্লার জোড়া গোলে জয় পেতে কোনো সমস্যা হয়নি ইতালিয়ান চ্যাম্পিয়নদের।

যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ার লিনক্লোন ফিনান্সিয়াল ফিল্ডে মুখোমুখি হয় জুভেন্টাস ও জার্মান বুন্দেসলিগা চ্যাম্পিয়ন বায়ার্ন। এ ম্যাচে জোয়াও সানসেলো, মাতিয়া পেরিন ও এমরি চানের জুভিদের হয়ে আনঅফিসিয়ালি অভিষেক ঘটে।

খেলার ৩২ ও ৪০ মিনিটে ইতালিয়ান তরুণ স্ট্রাইকার ফাবিল্লার জোড়া গোলে জয় নিশ্চিত করে এই টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামা তুরিনের দলটি। তবে টানা দুই ম্যাচে হার দেখলো বাভারিয়ানরা।

বাংলাদেশ সময়: ১১৩৮ ঘণ্টা, ২৬ জুলাই, ২০১৮
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।