ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ফুটবল

মাগুরা আন্তঃইউনিয়ন বেরইল পলিতা ফুটবল একাদশ জয়ী 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৫ ঘণ্টা, জুলাই ২৮, ২০১৮
মাগুরা আন্তঃইউনিয়ন বেরইল পলিতা ফুটবল একাদশ জয়ী  নির্বাচিত সেরা খেলোয়াড়ের পুরস্কার নিচ্ছেন গোলরক্ষক মহিবুল ইসলাম। ছবি: বাংলানিউজ

মাগুরা: ‘মাদক ছাড়ুন, খেলাধুলা করুন, দেশ গঠনে অংশ নিন’ এ স্লোগানে মাগুরায় উপজেলা গোল্ডকাপ আন্তঃইউনিয়ন ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন হয়েছে। 

শনিবার (২৮ জুলাই)  বিকেলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. বীরেন শিকদার এমপি।  

গাবতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত উদ্বোধনী খেলায় টাইব্রেকারে বেরইল পলিতা ইউনিয়ন ফুটবল একাদশ ৪-৩ গোলে কুচিয়ামোড়া ফুটবল একাদশকে পরাজিত করে জয়ী হয়।

 

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু সুফিয়ানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- জেলা পরিষদের চেয়ারম্যান পংকজ কুমার কুন্ডু, স্থানীয় সরকার  প্রকৌশল অধিদফতরের উপ-পরিচালক খোন্দকার আজিম আহমেদ, মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) কাজী আহসান হাবীব, সদর উপজেলা চেয়ারম্যান রস্তম আলী, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বাসুদেব কুন্ডু ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মকবুল হোসেন প্রমুখ।  

মাগুরা সদর উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে এ টুর্নামেন্টে সদরের ১৩টি ইউনিয়ন অংশ নিচ্ছে।  সোমবার  (৩০ জুলাই) এ টুর্নামেন্টের দ্বিতীয় খেলায় সদরের আলোকদিয়া স্কুল মাঠে বগিয়া ইউনিয়ন ফুটবল একাদশ মুখোমুখি হবে কছুন্দি ইউনিয়ন ফুটবল একাদশের।  

খেলা শেষে সেরা খেলোয়াড় নির্বাচিত হয় বেরইল পলিতা ইউনিয়ন ফুটবল একাদশের গোলরক্ষক মহিবুল ইসলাম।  

বাংলাদেশ সময়: ২১৫০ ঘণ্টা, জুলাই ২৮, ২০১৮
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।