ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

নেইমার এখন বদলে যাওয়া মানুষ!

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৩৭ ঘণ্টা, জুলাই ৩০, ২০১৮
নেইমার এখন বদলে যাওয়া মানুষ! নেইমার জুনিয়র- ছবি: সংগৃহিত

রাশিয়া বিশ্বকাপে তাকে নিয়ে যে সমালোচনা হয়েছে তা সামলে আবার নতুন করে সব শুরু করার প্রতিজ্ঞা করেছেন ব্রাজিলিয়ান তারকা নেইমার। আন্তর্জাতিক প্রসাধনী ব্র্যান্ড জিলেটের নতুন একটি বিজ্ঞাপনে তাকে এমন প্রতিজ্ঞা করতে দেখা যায়।

বিজ্ঞাপনের এক পর্যায়ে বিশ্বকাপে মাঠে যে ফাউল আদায়ের জন্য বাড়তি অভিনয় করেছেন তা স্বীকার করে নিয়েছেন নেইমার। কিন্তু প্যারিস সেইন্ট জার্মেইয়ের ব্রাজিলিয়ান তারকা দাবি করেছেন, রাশিয়ায় চূর্ণবিচূর্ণ হয়ে যাওয়ার পর এখন তিনি পুরো নতুন মানুষ।

২০১৮ সালের বিশ্বকাপে ব্রাজিলকে ঘিরে প্রত্যাশার পারদ ছিল অনেক উঁচুতে। কিন্তু কোয়ার্টার ফাইনালে বেলজিয়ামের বিপক্ষে হেরে হতাশজনক বিদায় ঘটে দক্ষিণ আমেরিকান জায়ান্টদের।

ফেব্রুয়ারিতে পায়ের পাতার হাড় ভেঙে দীর্ঘদিন মাঠের বাইরে থাকার পর বিশ্বকাপে পুরো ফিট না হয়েই টুর্নামেন্টে অংশ নেন নেইমার। সদ্য সমাপ্ত সেই আসরে ২ গোল করেও মাঠের নানান কীর্তিতে সমালোচনার লক্ষ্যে পরিণত হন তিনি।

বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার হওয়া সত্ত্বেও সদ্য প্রকাশিত ফিফার সেরা ফুটবলারদের তালিকায় স্থান হয়নি ২৬ বছর বয়সী নেইমারের।  

বেশ কিছুদিন নেতিবাচক সংবাদ শিরোনাম হওয়ার পর নেইমার অবশেষে নতুন কিছু নিয়েই হাজির হলেন। পুরুষদের প্রসাধন সামগ্রী নির্মাতা জিলেটের একটি বিজ্ঞাপনে নেইমার তাকে নিয়ে সকল সমালোচনা মেনে নেওয়ার পাশাপাশি ঘুরে দাঁড়ানোর প্রত্যয় ব্যক্ত করেছেন।

বিজ্ঞাপনের এক পর্যায়ে নেইমারকে বলতে শোনা যায়, ‘আপনি মনে করেন আমি অতিপ্রতিক্রিয়া দেখাই, কখনও কখনও আমি তা করি। কিন্তু সত্যিটা হচ্ছে, আমাকে মাঠে ভুগতে হয়। আপনার কোনো ধারনাই নেই আমাকে কিসের ভেতর দিয়ে যেতে হয়। '

'যখন আমি সংবাদমাধ্যমের সঙ্গে কথা না বলেই বের হয়ে যাই, এটা এইজন্য নয় যে আমি এটা জিততে চাই, এটা এইজন্য যে, আমি এখনও আপনাদের হতাশ করতে শিখিনি। '

'যখন আমাকে রুঢ দেখায়, তার মানে এই নয় যে আমি বখে যাওয়া ছেলে। এটা এইজন্য যে, আমি এখনও হতাশার সঙ্গে বোঝাপড়া করতে শিখিনি। '

'আমার ভেতর এখনও একটা শিশু বাস করে। মাঝে মাঝে এটা বিশ্বকে আলোকিত করে দেয়। অন্য সময়, এটা সবাইকে বিরক্ত করে। এবং আমার এই যুদ্ধ হচ্ছে এই শিশুটিকে বাঁচিয়ে রাখা। কিন্তু এটা আমার ভেতরে, মাঠের ভেতরে নয়। '

'আপনি হয়তো ভাবতে পারেন আমি অনেক নিচে নেমে গেছি, কিন্তু সত্যিটা হচ্ছে আমি পড়ে যাইনি। আমি চূর্ণবিচূর্ণ হয়ে গেছি। এবং এটা অস্ত্রোপচারকৃত গোড়ালির উপর চাপ দেওয়ার চেয়েও বেশি কষ্টের। '

'আমি আপনাদের সমালোচনা গ্রহণ করতে সময় নিয়েছি। আমি আমার চেহারা আয়নায় দেখার জন্যও সময়ে নিয়েছি এবং নতুন মানুষ হিসেবে তৈরি হয়েছি। কিন্তু এখন আমি এখানে, আমার হৃদয়ের দরজা উন্মুক্ত করে। '

'আমি অনুভব করেছি যারা পড়ে যায় তারাই উঠে দাঁড়াতে পারে। আপনি আমার দিকে পাথর নিক্ষেপ করতে পারেন কিংবা আপনি আপনার পাথর দূরে ছুড়ে ফেলতে পারেন এবং আমাকে উঠে দাঁড়াতে সাহায্য করতে পারেন কারণ আমি যখন উঠে দাঁড়াই, পুরো দেশই আমার সঙ্গে উঠে দাঁড়ায়। '

বাংলাদেশ সময়: ১১০৯ ঘণ্টা, জুলাই ৩০, ২০১৮
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।