ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ফুটবল

পিএসজিতে ফিরে ‘সুখী’ নেইমার

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৮ ঘণ্টা, আগস্ট ২, ২০১৮
পিএসজিতে ফিরে ‘সুখী’ নেইমার পিএসজি'র নতুন কোচ টাচেল আর নতুন সতীর্থ বুফনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করছেন নেইমার-ছবি: সংগৃহীত

বিশ্বকাপ শেষে ছুটি কাটিয়ে প্যারিস সেইন্ট জার্মেইয়ের চীন সফরের দলে ফিরেছেন ব্রাজিলিয়ান তারকা নেইমার জুনিয়র।

ক্লাবের পক্ষ থেকে উষ্ণ অভ্যর্থনা পাওয়ার পর ক্লাবের দুই নতুন সদস্য কোচ টাচেল এবং নয়া সতীর্থ ইতালিয়ান গ্রেট জিয়নলুইজি বুফনের সঙ্গে সৌজন্য বিনিময় করেন নেইমার।

বিরতি শেষে ক্লাবের সঙ্গে যুক্ত হওয়ার পর নিজেকে ‘সুখী’ বলে অভিহিত করেন এই ব্রাজিলিয়ান তারকা।

প্রাক-মৌসুম প্রস্তুতি নিতে বর্তমানে চীনে অবস্থান করছে প্যারিসের ক্লাবটি।

বিশ্বকাপ শুরু হওয়ার আগে থেকেই নেইমারের ক্লাব ছাড়ার গুঞ্জন ছড়িয়ে পড়ে। গ্রীষ্মের দলবদলের বাজারে তাকে কেনার জন্য প্রস্তুত হচ্ছে রিয়াল মাদ্রিদ এমন কথাও শোনা যাচ্ছিল। তবে সেসব উড়িয়ে দিয়ে পিএসজিতেই থেকে যাচ্ছেন এই সাবেক বার্সা তারকা।  

বাংলাদেশ সময়: ১৯২৯ ঘণ্টা, আগস্ট ০২, ২০১৮
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।