ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ফুটবল

দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে কোরিয়ায় বাংলাদেশের জয়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩২১ ঘণ্টা, আগস্ট ৪, ২০১৮
দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে কোরিয়ায় বাংলাদেশের জয় ছবি: সংগৃহীত

দক্ষিণ কোরিয়া সফরে প্রথম ম্যাচ হারলেও দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে ঠিকই জয় তুলে নিয়েছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। এশিয়ান গেমস সামনে রেখে এই ম্যাচে সেহান বিশ্ববিদ্যালয় ফুটবল দলকে ২-১ গোলে হারায় বাংলাদেশ।

সাদউদ্দিন ও সুফিলের দুই অর্ধের দুই গোলে জয় পায় বাংলাদেশ। মাঝে অবশ্য কোরিয়ান দলটি সমতায় ফিরেছিল।

এর আগে এই সফরে তিন প্রস্তুতি ম্যাচের প্রথমটিতে গোয়াংজু এফসির কাছে ২-০ গোলে হেরেছিল বাংলাদেশ।

নিজেদের তৃতীয় ম্যাচে আগামী ৬ আগস্ট চোদাং বিশ্ববিদ্যালয় দলের বিপক্ষে খেলবে বাংলাদেশ।

এখান থেকে প্রস্তুতি শেষ করে ১১ অগাস্ট এশিয়ান গেমসে লক্ষ্যে ইন্দোনেশিয়ায় পৌঁছাবে বাংলাদেশ। যেখানে ১৪ অগাস্ট উজবেকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে গ্রুপ পর্ব শুরু করবেন জামাল ভুঁইয়ার নেতৃত্বে বাংলাদেশ। ‘বি’ গ্রুপে জেমি ডের শিষ্যদের অপর দুই প্রতিপক্ষ থাইল্যান্ড ও কাতার।

বাংলাদেশ সময়: ০৯১৮ ঘণ্টা, ০৪ আগস্ট, ২০১৮
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।