ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ফুটবল

‘রিয়াল ছেড়ে যাওয়া মৃত্যুর সমান’

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০১ ঘণ্টা, আগস্ট ১০, ২০১৮
‘রিয়াল ছেড়ে যাওয়া মৃত্যুর সমান’ কেইলর নাভাস। ছবি: সংগৃহীত

শেষ হয়েছে চলতি মৌসুমের দলবদলের পালা। নতুন মৌসুমের জন্য দল গুছিয়ে নিচ্ছে সব ক্লাবগুলো। নতুন মৌসুমে নিজেদের পঞ্চম গোলরক্ষক হিসেবে বেলজিয়ামের থিবো কর্তোয়াকে দলে ভিড়িয়েছে স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদ। আগেই দলের এক নম্বর গোলরক্ষক কেইলর নাভাসের ক্লাব ছাড়ার গুঞ্জন উঠছিল। সেই গুঞ্জন যেনো আরও একটু জোরালো হল।

কিন্তু নিজের রিয়াল ছাড়ার গুঞ্জনকে একেবারেই উড়িয়ে দিলেন নাভাস। স্পষ্ট করেই জানিয়ে দিয়েছেন রিয়াল ছেড়ে অন্য কোথাও যাওয়ার কোনো ইচ্ছে নেই তার।

৩১ বছর বয়সী নাভাসের কাছে নিজের জীবনের মতোই প্রিয় রিয়াল।

২০১৪-১৫ মৌসুম থেকেই রিয়ালের গোলবারের বিশ্বস্ত প্রহরী নাভাস। ছিলেন রিয়ালের হ্যাটট্রিক চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জয়ের সাক্ষীও। দলে নতুন গোলরক্ষক আসায় অনেকেই প্রশ্ন তোলেন, তবে কী নাভাসের বিদায় ঘণ্টা বাজতে যাচ্ছে?

তাদের উদ্দেশ্যেই স্থানীয় এক সংবাদ মাধ্যমে নাভাস বলেন, ‘রিয়াল ছেড়ে যাওয়ার কোন ইচ্ছেই নেই আমার। এটি আমি জোর দিয়েই বলছি। আমার রিয়াল ছেড়ে যাওয়ার ইচ্ছা ততটুকুই যতটুকু আমার মরে যাওয়ার ইচ্ছা। বুঝতেই পারছেন আশা করি। রিয়াল ছেড়ে যাওয়া মৃত্যুর সমান আমার কাছে। ’

আগে থেকেই রিয়ালে রয়েছেন কেইলর নাভাস, লুকা জিদান, আন্দ্রি লুনিন ও কিকো ক্যাসিলা। এর মধ্যে গেলো বুধবার ৩৫ মিলিয়ন ইউরোর বিনিময়ে চেলসি ছেড়ে রিয়ালে নাম লিখিয়েছেন কর্তোয়া। এক সঙ্গে পাঁচ গোলরক্ষক নিয়ে কিভাবে স্কোয়াডকে সামলাবেন রিয়াল কোচ হুয়ান লোপেতেগুই সেটি সময়ই বলে দেবে।

বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, আগস্ট ১০, ২০১৮
এমকেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।