ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ফুটবল

জয়ের শুরু করলো টটেনহাম

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪১ ঘণ্টা, আগস্ট ১১, ২০১৮
জয়ের শুরু করলো টটেনহাম ছবি: সংগৃহীত

ইংলিশ প্রিমিয়ার লিগের ২০১৮-১৯ মৌসুমটা জয় দিয়েই শুরু করলো টটেনহাম হটস্পার। নিউক্যাসেল ইউনাইটেডকে তাদেরই মাঠে ২-১ গোলে হারায় মাউরিসিও পচেত্তিনোর শিষ্যরা। দলের হয়ে একটি করে গোল করেন জান ভারটনঘেন ও ডেলে আলী। আর স্বাগতিকদের হয়ে একমাত্র গোলটি করেন হোসেলু।

সেন্ট জেমস পার্কে এদিন শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলে টটেনহাম। যেখানে ম্যাচের মাত্র ৮ মিনিটেই ভারটনঘেনের গোলে এগিয়ে যায় দলটি।

তবে ১১ মিনিটেই নিউক্যাসেলের হোসেলু গোল করলে সমতায় ফেরে স্বাগতিক দলটি।

লিড নিতে অবশ্য বেশি দেরি করেনি টটেনহাম। ১৮ মিনিটে ইংলিশ তারকা আলীর নৈপুণ্যে ২-১ গোলে এগিয়ে যায় সফরকারীরা। আর শেষ পর্যন্ত এই ব্যবধান নিয়েই জয়ের বন্দরে পাড়ি দেয় গত মৌসুমে তৃতীয় হওয়া দলটি।

বাংলাদেশ সময়: ১৯৩৬ ঘণ্টা, ১১ আগস্ট, ২০১৮
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।