ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ফুটবল

বড় জয়ে চেলসির শুভ সূচনা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৮ ঘণ্টা, আগস্ট ১১, ২০১৮
বড় জয়ে চেলসির শুভ সূচনা বড় জয়ে চেলসির শুভ সূচনা-ছবি: সংগৃহীত

ইংলিশ প্রিমিয়ার লিগে দুর্দান্ত সূচনা করলো চেলসি। হার্ডসফিল্ড টাউনকে ৩-০ গোলে উড়িয়ে দিল সারির শিষ্যরা। দলের হয়ে একটি করে গোল করেন এনগোলো কান্তে, জর্জিনহো ও পেদ্রো।

শনিবার নিজেদের প্রথম ম্যাচে দ্য জন স্মিথ’স স্টেডিয়ামে আতিথিয়েতা নিতে যায় চেলসি। আর শুরু থেকেই আক্রমণে যাওয়া ব্লুজরা লিড নেয় ৩৪ মিনিটে।

ফ্রান্সের বিশ্বকাপ জয়ী দলের তারকা কান্তে দলকে ১-০ গোলে এগিয়ে দেন। আর প্রথমার্ধের শেষ মিনিটে পেনাল্টি থেকে চেলসির ব্যবধান দ্বিগুণ করেন জর্জিনহো।

দ্বিতীয়ার্ধে আক্রমণের ধার আরও বাড়িয়ে দেয় সফরকারীরা। তবে ম্যাচের ৮০ মিনিটে স্প্যানিশ স্ট্রাইকার পেদ্রো গোল করলে ৩-০ ব্যবধানের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে স্ট্যামফোর্ড ব্রিজের দলটি।

বাংলাদেশ সময়: ২২০৪ ঘণ্টা, ১১ আগস্ট, ২০১৮
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।