ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ফুটবল

নতুন জার্সিতে প্রথম দিনেই রোনালদোর গোল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৪২ ঘণ্টা, আগস্ট ১৩, ২০১৮
নতুন জার্সিতে প্রথম দিনেই রোনালদোর গোল নতুন জার্সিতে রোনালদো। ছবি: সংগৃহীত

রিয়াল মাদ্রিদের সঙ্গে সম্পর্ক ছেদ করে ক্রিস্টিয়ানো রোনালদো নতুন ঠিকানা গড়েছেন জুভেন্টাসে। আর নতুন দলের হয়ে প্রথম দিন মাঠে নেমেই জানিয়ে দিয়েছে, প্লাটফর্ম বদলাতে পারে তবে ট্রেন একই আছে।

সাদা জার্সি থেকে সাদা-কালো জার্সি। মানুষটা রোনালদোই।

নতুন দল জুভেন্টাসের হয়ে প্রথম ম্যাচে মাঠে নেমে প্রথম গোল পেতে সময় লেগেছে মাত্র ৮ মিনিট। ইতালিতে তার অসংখ্য ভক্তদের মন ভরিয়ে দিলেন প্রথম দিনেই। যদিও ম্যাচটি ছিল শুধুই প্রস্তুতিমূলক। প্রতিপক্ষ হিসেবে ছিল জুভেন্টাস ‘বি’ দল। তবুও মাঠে সমর্থকদের অভাব ছিল না মোটেই।

ভিলার পেরোসায় অনুষ্ঠিত এই ম্যাচে জুভেন্টাস সিনিয়র দল ৫-০ গোলে হারিয়েছে ‘বি’ দলকে। ম্যাচের প্রথমার্ধে খেলা রোনালদো শুরু থেকেই আক্রমণাত্মক খেলতে থাকেন। মাত্র ৮ মিনিটেই পেয়ে যান গোল। ফেডেরিকো বার্নাডেসচির লং পাস রিসিভ করে গোলবারের দিকে বল নিয়ে যান পর্তুগালের এই তারকা ফরোয়ার্ড।

অসংখ্য সমর্থক উপস্থিত ছিলেন ম্যাচে।  ছবি: সংগৃহীত

নিজেদের দলের দ্বিতীয় গোলেও অবদান রাখেন রোনালদো। তবে সে গোলটি হয় আত্মঘাতী।

জুভেন্টাস বি দলের গোলরক্ষক রিকার্ডো ক্যাপেলিনি ভুলে নিজেই জালে বল জড়িয়ে দেন। পাওলো দিবালা করেন দলের হয়ে তৃতীয় গোল।

এর পরও গোলের সুযোগ পেলেও তা শেষ করতে পারেননি রোনালদো। প্রথমার্ধের সময়ই তুলে নেয়া হয় তাকে।

বাংলাদেশ সময়: ১০৪০ ঘণ্টা, আগস্ট ১৩, ২০১৮

এমকেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।