ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ফুটবল

রোনালদোর অভিষেকে জুভেন্টাসের শেষ মুহূর্তে জয়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৪৭ ঘণ্টা, আগস্ট ১৯, ২০১৮
রোনালদোর অভিষেকে জুভেন্টাসের শেষ মুহূর্তে জয় ছবি: সংগৃহীত

জুভেন্টাসের হয়ে প্রতিযোগিতামূলক ম্যাচে ঠিক আলো ছড়াতে পারলেন না ক্রিস্টিয়ানো রোনালদো। তার দল জুভেন্টাসও হারতে হারতে শেষ মুহূর্তে নাটকীয় জয় পেয়েছে। শিয়েভোর বিপক্ষে ৩-২ গোলে জয় পায় মাসিমিলিয়ানো অ্যালিগ্রির শিষ্যরা।

শনিবার স্তাদিও মার্ক’অ্যান্তোনিও বেনতেগোদিতে আতিথিয়েতা নিতে যায় গত সাত মৌসুমের চ্যাম্পিয়ন জুভিরা।

ম্যাচে অবশ্য মাত্র ৩ মিনিটে সামির খেদিরার গোলে এগিয়ে যায় জুভেন্টাস।

তবে ৩৮ মিনিটে প্রতিপক্ষের স্টেপিনিস্কি শিয়েভোকে সমতায় ফেরান। পরে ১-১ গোলের ব্যবধান নিয়েই বিরতিতে যায় দু’দল।

দ্বিতীয়ার্ধে ৫৬ মিনিটে জিয়াক্কেরিনির পেনাল্টি গোল থেকে এগিয়ে যায় শিয়েভো। তবে ৭৫ মিনিটে বানির আত্মঘাতি গোলে সমতা পায় তুরিনের দলটি। আর যোগ করা সময়ে অ্যালেক্স সান্দ্রোর পাসে বেনার্দেস্কি গোল করে জয় এনে দেন জুভিন্টাসকে।

বাংলাদেশ সময়: ০৯৪৭ ঘণ্টা, ১৯ আগস্ট, ২০১৮
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।