ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ফুটবল

রোমাঞ্চকর ম্যাচে আর্সেনালকে হারালো চেলসি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪১৯ ঘণ্টা, আগস্ট ১৯, ২০১৮
রোমাঞ্চকর ম্যাচে আর্সেনালকে হারালো চেলসি ছবি: সংগৃহীত

মার্কোস আলোনসোর শেষ দিকের গোলে আর্সেনালকে ৩-২ গোলে হারালো চেলসি। ইংলিশ প্রিমিয়ার লিগে শুরুতে চেলসি দুই গোলে এগিয়ে গেলেও দারুণভাবে সমতায় ফেরে আর্সেনাল। কিন্তু আলোনসোর গোলে টানা দ্বিতীয় হার নিয়ে মাঠ ছাড়ে গানাররা।

ঘরের মাঠ স্ট্যামফোর্ড ব্রিজে চেলসিকে মাত্র ৯ মিনিটেই এগিয়ে দেন পেদ্রো। পরে ২০ মিনিটে আলভারো মোরাতার গোলে ব্যবধান দ্বিগুণ হয় ব্লুজদের।

প্রথমার্ধে দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে সমতায় ফেরে নতুন কোচ উনাই এমরির শিষ্যরা। মাখিতারায়ান ৩৭ ও অ্যালেক্স লোবি ৪১ মিনিটে আর্সেনালের স্কোর ২-২ করেন।

দ্বিতীয়ার্ধে দু’দলই লিড নিতে মরিয়া হয়ে খেলতে থাকে। অবশেষে আলোনসো ৮ মিনিটে গোল করে জয় নিশ্চিত করার পাশাপাশি চেলসির টানা দ্বিতীয় জয়ে সাহায্য করেন।

বাংলাদেশ সময়: ১০১৫ ঘণ্টা, ১৯ আগস্ট, ২০১৮
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।