ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ফুটবল

মেসিকে বাদ দিয়েই উয়েফার বর্ষসেরার তালিকা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৪৫ ঘণ্টা, আগস্ট ২১, ২০১৮
মেসিকে বাদ দিয়েই উয়েফার বর্ষসেরার তালিকা মেসি/ছবি: সংগৃহীত

ঢাকা: বার্সেলোনার আর্জেন্টাইন প্রাণভোমরা লিওনেল মেসিকে বাদ দিয়ে ২০১৭-১৮ মৌসুমে বর্ষসেরার তালিকা প্রস্তুত করেছে ইউরোপিয়ান ফুটবলের সর্বোচ্চ সংস্থা-উয়েফা। তবে মেসি না থেকেও আছেন; পর্তুগিজ ক্রিশ্চিয়ানো রোনালদো, লুকা মদ্রিচ ও মিশরীয় মোহাম্মদ আল সালাহ।

সোমবার (২০ আগস্ট) ঘোষিত এ তালিকায় রোনালদোর জায়গা হয়েছে রিয়াল মাদ্রিদের হয়ে পঞ্চমবার ও টানা তৃতীয়বারের মতো চ্যাম্পিয়ন্স লিগ জেতায়। তাছাড়া টানা ৬ মৌসুমের গোল দাতাও তিনি।


 
সালাহ ঢুকেছেন চ্যাম্পিয়ন্স লিগের গেল মৌসুমে নিজ দল লিভারপুলকে ফাইনালে তোলায়। আর মদ্রিচের জায়গা মিলেছে রিয়ালে দুর্দান্ত মৌসুম কাটানোর পাশাপাশি রাশিয়া বিশ্বকাপে উড়ন্ত পারফরম্যান্সের কারণে।
 
বলা বাহুল্য সদ্য সমাপ্ত এ বিশ্বকাপে গোল্ডেন বল জিতেছিলেন এ ক্রোয়েশিয়ান দলপতি।
 
লিওনেল মেসির বাদ পড়ার কারণ অবশ্য একাধিক। প্রথমত, চ্যাম্পিয়নস লিগে রোমার কাছে হেরে শেষ আট থেকে বিদায়। আর দ্বিতীয়ত, আর্জেন্টিনার জার্সি গায়ে নিস্প্রভ থেকেছেন তাই।
 
বাংলাদেশ সময়: ১২৩৪ ঘণ্টা, আগস্ট ২১, ২০১৮
এইচএল/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।