ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ফুটবল

চারশোর্ধ্ব গোল করা পাঁচ বর্তমান খেলোয়াড়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৭ ঘণ্টা, আগস্ট ২৩, ২০১৮
চারশোর্ধ্ব গোল করা পাঁচ বর্তমান খেলোয়াড় চারশোর্ধ্ব গোল করা ভিয়া, মেসি ও রোনালদো

আপনি যদি কাউকে তার প্রিয় ফুটবলারের নাম জিজ্ঞাসা করেন তাহলে অধিকাংশ ক্ষেত্রে নামটা একজন ফরোয়ার্ডেরই হবে। এটা স্বাভাবিক, কারণ গোলস্কোরার ফুটবলাররা খেলার সব আলো কেঁড়ে নেন।

এমনকি সর্বকালের সেরা ফুটবলারের নাম জানতে চাইলেও পেলে, ম্যারাডোনা, ক্রিস্টিয়ানো রোনালদো কিংবা মেসির নাম বলবেন সবাই।  

সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কারণে সেরাদের আলাদা করে দেখা হয় তা হলো তাদের গোলসংখ্যা।

 

ফুটবলের ইতিহাসে খুব কম খেলোয়াড় আছেন যারা ক্যারিয়ারে ৪০০-এর বেশি গোল করেছেন। বর্তমান প্রজন্ম ভাগ্যবান যে এমন পাঁচজন ফুটবলার এখনও মাঠ মাতিয়ে যাচ্ছেন।

এই পাঁচ খেলোয়াড় তাদের ফুটবল ক্যারিয়ারে দলীয় এবং ব্যক্তিগত বহু অর্জনে সমৃদ্ধ।
 
একজন ফুটবলারের ক্যারিয়ারের মোট গোল হিসাব করলে জুনিয়র থেকে সিনিয়র লেভেল পর্যন্ত ক্লাব এবং আন্তর্জাতিক পর্যায়ে করা তার সকল গোলকে এক কাতারে রাখতে হবে। এমনই পাঁচ মহাতারকা হলেন,

০৫। ডেভিড ভিয়া: ৪১৫ গোল
০৪। লুইস সুয়ারেজ: ৪৩০ গোল
০৩। জলাতান ইব্রাহিমোভিচ: ৫০৫ গোল
০২। লিওনেল মেসি: ৬৪৬ গোল
০১। ক্রিস্টিয়ানো রোনালদো: ৬৭৬ গোল

বাংলাদেশ সময়: ১৯০৫ ঘণ্টা, আগস্ট ২৩, ২০১৮
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।