ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ফুটবল

রিয়াল গুঞ্জনে ফের পানি ঢাললেন নেইমার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৬ ঘণ্টা, আগস্ট ২৮, ২০১৮
রিয়াল গুঞ্জনে ফের পানি ঢাললেন নেইমার বার্সেলোনা সফরে সাবেক ক্লাব সতীর্থ জেরার্ড পিকের সঙ্গে হাস্যোজ্জ্বল নেইমার-ছবি: সংগৃহীত

বারবার নিশ্চিত করার পরও তার রিয়াল মাদ্রিদে পাড়ি দেওয়া নিয়ে আলোচনা কিছুতেই থামছে না। এদিকে স্পেনের পত্রিকাগুলো এখনও তার প্রতি রিয়ালের আগ্রহের কথা বলে যাচ্ছে। এমন পরিস্থিতিতে তাই আবারও এই বিষয়ে মুখ খুললেন পিএসজির ব্রাজিলিয়ান তারকা নেইমার। জানালেন, এই গ্রীষ্মে তার রিয়ালে যাওয়ার কোনো সম্ভাবনা নেই।

পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদোর রিয়াল ছেড়ে জুভেন্টাসে পাড়ি দেয়ার পর থেকেই প্যারিস সেইন্ট জার্মেইয়ের তারকা নেইমার জুনিয়রকে তার স্থলাভিষিক্ত করার গুঞ্জন শুরু হয়। রিয়াল মাদ্রিদ এখনও রোনালদোর স্থলে কোনো বড় তারকাকে দলে ভেড়ায়নি।

এজন্যই গ্রীষ্মের দলবদলের বাজারে জোর আলোচনা শুরু হয় নেইমারকে ঘিরে। কিন্তু রিয়াল কিংবা নেইমার উভয়ের পক্ষ থেকেই সম্ভাবনা বাতিল করে দেওয়া হয়।

পিএসজি ছাড়া নিয়ে প্রশ্ন করা হলে নেইমারের সহজ উত্তর, ‘পিএসজির সঙ্গে আমার চুক্তি আছে এবং আমি প্যারিসেই থাকছি। ’

সম্প্রতি নিজের সাবেক ক্লাব বার্সেলোনায় বেড়াতে গিয়েছিলেন নেইমার। সেখানে বন্ধু ও সাবেক বার্সা সতীর্থ জেরার্ড পিকের সঙ্গে পোকার খেলে আর সাবেক ক্লাবের অনুশীলন মাঠে সময় কাটিয়েছেন তিনি।

নিজের বার্সা সফর নিয়ে নেইমার বলেন, ‘হ্যাঁ, আমি বার্সার অনুশীলনে গিয়েছিলাম। আমি সেখানে প্রায় সবার সঙ্গে কথা বলেছি এবং তাদের সঙ্গে আবার দারুণ কিছু মুহূর্ত কেটেছে, আমি তাদের অনেক মিস করি। ’

বাংলাদেশ সময়: ১৫৫৫ ঘণ্টা, আগস্ট ২৮, ২০১৮
এমএইচএম/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।