ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ফুটবল

বাংলাদেশ-শ্রীলঙ্কার ম্যাচ দেখবেন যেখানে

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩৪ ঘণ্টা, আগস্ট ২৯, ২০১৮
বাংলাদেশ-শ্রীলঙ্কার ম্যাচ দেখবেন যেখানে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামার জন্য প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ দল-ছবি: বাংলানিউজ

প্রথমবারের মতো আন্তর্জাতিক ফুটবল ম্যাচ আয়োজিত হতে যাচ্ছে নীলফামারীতে। ম্যাচটি ঘিরে এখন উত্তরবঙ্গের এই জেলায় উৎসবের আমেজ বিরাজ করছে। ম্যাচকে ঘিরে নীলফামারীতে উন্মাদনা এতোই বেশি যে, ম্যাচের জন্য নির্ধারিত ২০ হাজার আসনবিশিষ্ট গ্যালারির সব টিকিট বিক্রি হয়ে গেছে।

বুধবার (২৯ আগস্ট) নীলফামারীতে আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বাংলাদেশ সময় বিকেল চারটায় পেশাদার লিগের ক্লাব বসুন্ধরা কিংসের হোম ভেন্যু নীলফামারী শেখ কামাল স্টেডিয়ামে মুখোমুখি হবে বাংলাদেশ ও শ্রীলঙ্কা ফুটবল দল।

বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)।

এছাড়াও বাংলাদেশ বেতার থেকে ম্যাচের ধারাবিবরণী দেওয়া হবে।

প্রায় ২ বছর পর দেশের মাটিতে শ্রীলঙ্কার মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। সর্বশেষ ২০১৬ সালের ৮ জানুয়ারি যশোর শামসুল হুদা স্টেডিয়ামে বঙ্গবন্ধু গোল্ডকাপের উদ্বোধনী ম্যাচে শ্রীলঙ্কাকে ৪-২ গোলে হারিয়ে দিয়েছিল লাল-সবুজের জার্সিধারীরা।

এর আগে ২০১৪ সালে রাজশাহীতে দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলে একটিতে ১-১ গোলে ড্র ও দ্বিতীয় ম্যাচে ১-০ গোলে জয় পেয়েছিল বাংলাদেশ।

বাংলাদেশ সময়: ১৪২০ ঘণ্টা, আগস্ট ২৯, ২০১৮
এমএইচএম/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।