ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ফুটবল

সামরিক চাকরি এড়াতে সনের একটি জয় চাই

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৩৪ ঘণ্টা, আগস্ট ৩০, ২০১৮
সামরিক চাকরি এড়াতে সনের একটি জয় চাই সতীর্থের সঙ্গে উল্লাসে মেতেছেন সন হিউং-মিন (ডানে)-ছবি: সংগৃহীত

আর মাত্র একটি জয়, তবেই দক্ষিণ কোরিয়ার সামরিক চাকরি না করা থেকে নিজেদের মুক্তি দিতে পারবেন সন হিউং-মিনরা। এশিয়ান গেমস ফুটবলের ফাইনালে জায়গা করে নেয়া দ.কোরিয়ার প্রতিপক্ষ সংযুক্ত আরব আমিরাত অথবা জাপান।

বুধবার সেমিফাইনালের ম্যাচে ভিয়েতনামকে ৩-১ গোলে উড়িয়ে দেয় দ.কোরিয়া। জোড়া গোল করেন লি সিউং-উ।

এই জয়ের ফলে বেঁচে রইল সন সহ দলের অন্য ফুটবলারদের পেশাদারি ক্যারিয়ার!

ব্যাপারটি পরিষ্কার করা যাক, প্রতিবেশি দেশ উত্তর কোরিয়ার সঙ্গে দক্ষিণ কোরিয়ার দ্বন্দ্ব বিরাজমান। তাদের সঙ্গে সামরিক শক্তিতে পাল্লা দেয়ার জন্য, দ.কোরিয়ার সংবিধান অনুযায়ী প্রত্যেক পুরুষের ২১ মাসের সামরিক চাকরি বাধ্যতামূলক।

তবে এই ক্ষেত্রে দেশটির অ্যাথলেটদের জন্য কিছুটা শিথিলতা রয়েছে। যেমন এশিয়ান গেমসে স্বর্ণ জয় অথবা অলিম্পিকে যেকোনো পদক জয় তাদের এই চাকরি থেকে মুক্তি দিতে পারে।

ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট দল টটেনহ্যাম হটস্পারে খেলা স্ট্রাইকার সনের জন্য এবারই শেষ সুযোগ। কেননা ২৮ বছরের আগেই চাকরিতে বহাল হতে হয়। আর সনের বর্তমান বয়স ২৬।

এই বয়সে যদি সনকে সামরিক চাকরিতে যোগ দিতে হয়, তবে তার ফুটবল ক্যারিয়ারে বড় ধরনের ধস আসতে পারে। প্রায় দু’বছর পর ফিরে আগের মতো ফুটবল দক্ষতা হারিয়ে ফেলতে পারেন তিনি। টটেনহামের মতো ক্লাব তাকে আর চাইবে কিনা রয়েছে সন্দেহ।

আর্থিক দিক দিয়েও ক্ষতিগ্রস্থ হবে সন। বর্তমানে ইংলিশ ক্লাবটির সঙ্গে তার ৩০ মিলিয়ন ইউরোর চুক্তি। তবে সামরিক চাকরি করলে সেখান থেকে খুব বেশি আয় করতে পারবেন না তিনি।

আগামী শনিবার ফাইনাল খেলতে নামবে দক্ষিণ কোরিয়া।

বাংলাদেশ সময়: ১৩২৬ ঘণ্টা, ৩০ আগস্ট, ২০১৮
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।