ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ফুটবল

শনিবার মাঠে গড়াচ্ছে বঙ্গবন্ধু অনূর্ধ্ব-১৭ গোল্ড কাপ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২২ ঘণ্টা, আগস্ট ৩১, ২০১৮
শনিবার মাঠে গড়াচ্ছে বঙ্গবন্ধু অনূর্ধ্ব-১৭ গোল্ড কাপ বঙ্গবন্ধু অনূর্ধ্ব-১৭ গোল্ড কাপ-ছবি: সংগৃহীত

তৃণমূল থেকে প্রতিভাবান ফুটবলার খুঁজে বের করা এবং ফুটবলের হারানো গৌরব ফিরিয়ে আনার লক্ষ্য নিয়ে মাঠে গড়াচ্ছে জাতির জনক বঙ্গবন্ধু অনূর্ধ্ব-১৭ গোল্ড কাপ।

শনিবার (১ সেপ্টেম্বর) থেকে নেত্রকোনা জেলার বারহাট্টা উপজেলার শেখ রাসেল মিনি স্টেডিয়ামে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত হবে বঙ্গবন্ধু অনূর্ধ্ব-১৭ গোল্ড কাপের এবারের আসর।  

শনিবার উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে বারহাট্টা উপজেলার বারহাট্টা সদর ইউনিয়ন বনাম বাউসী ইউনিয়ন।

দেশের প্রতিটি ইউনিয়ন পর্যায় থেকে এই প্রতিযোগিতা শুরু হয়ে পর্যায়ক্রমে উপজেলা, জেলা, বিভাগ শেষে জাতীয় পর্যায় পর্যন্ত গড়াবে। এখান থেকে বাছাইকৃতরা সরাসরি বিকেএসপিতে ভর্তির সুযোগ পাবে।

ইউনিয়ন পর্যায় শেষে ৬৪ জেলা ও চার সিটি কর্পোরেশন থেকে মোট ৬৮টি দল অংশ নেবে এই প্রতিযোগিতায়। আগামী অক্টোবরে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে হবে এবারের আসরের ফাইনাল।

উল্লেখ্য, আগামী বছর থেকে এই টুর্নামেন্টে নারীদেরও অংশগ্রহণ থাকবে।

বাংলাদেশ সময়: ২০১৬ ঘণ্টা, আগস্ট ৩১, ২০১৮
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।