ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ফুটবল

ড্রাইভিং লাইসেন্স ছাড়া গাড়ি চালানোয় গ্রেফতার পিকে

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ১, ২০১৮
ড্রাইভিং লাইসেন্স ছাড়া গাড়ি চালানোয় গ্রেফতার পিকে জেরার্ড পিকে-ছবি: সংগৃহীত

মেয়াদোত্তীর্ণ ড্রাইভিং লাইসেন্স নিয়ে গাড়ি চালানোর অপরাধে গ্রেপ্তার হয়েছেন বার্সেলোনার তারকা ডিফেন্ডার জেরার্ড পিকে।

শুক্রবার (৩১ আগস্ট) গাড়ি নিয়ে নিজেই ড্রাইভ করছিলেন পিকে। রাস্তায় ট্রাফিক পুলিশ গাড়ি থামিয়ে তার কাছে প্রয়োজনীয় কাগজপত্র দেখতে চান।

কাগজপত্র পরীক্ষা করে দেখা যায় পিকের ড্রাইভিং লাইসেন্সের মেয়াদ আগেই শেষ হয়ে গেছে। মেয়াদোত্তীর্ণ ড্রাইভিং লাইসেন্স ব্যবহার করায় তাকে গ্রেপ্তার করেন দায়িত্বরত ট্রাফিক পুলিশ।

ট্রাফিক আইন ভঙ্গ করার অপরাধে পিকের বিরুদ্ধে মামলা করা হয়েছে। এই মামলায় দোষী প্রমাণিত হলে পিকের ছয় মাসের জেল হতে পারে। সেই সঙ্গে ২ লাখ ৮৮ হাজার ইউরো আর্থিক জরিমানা অথবা ৯০ দিন সামাজিক কার্যক্রমে অংশ নিতে হবে।

ট্রাফিক আইন ভাঙা অবশ্য পিকের জন্য মোটেই নতুন কিছু নয়। ২০১৭ সালে গতিসীমা অতিক্রম করার অপরাধে শাস্তি পেয়েছিলেন তিনি। এর আগে ২০১৪ সালে একবার ট্রাফিক পুলিশের সঙ্গে বিতণ্ডায় জড়িয়ে আর্থিক দণ্ড পেয়েছিলেন এই বিশ্বকাপজয়ী স্প্যানিশ সেন্টার-ব্যাক।

বাংলাদেশ সময়: ১৫৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ০১, ২০১৮
এমএইচএম/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।