ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ফুটবল

ইউরোপা লিগের বর্ষসেরা গ্রিজমান

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১, ২০১৮
ইউরোপা লিগের বর্ষসেরা গ্রিজমান ইউরোপা লিগের বর্ষসেরা গ্রিজমান-ছবি: সংগৃহীত

গত মে মাসে লিঁওতে এক স্মরণীয় রাত কেটেছে অ্যাতলেটিকো মাদ্রিদের। সেবার ইউরোপা লিগের শিরোপা ঘরে তুলেছে স্প্যানিশ জায়ান্টরা। শিরোপা জয়ে যার অবদান ছিল অনন্য সেই আঁতোয়া গ্রিজমান ইউরোপা লিগের সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন।

ইউরোপের ক্লাব ফুটবলের দ্বিতীয় সেরা আসর ইউরোপা লিগের গত আসরে অ্যাতলেটিকো মাদ্রিদের হয়ে দুর্দান্ত খেলেছেন ফরাসি ফরোয়ার্ড আঁতোয়া গ্রিজমান। নিজের জন্মস্থান ফ্রান্সের মার্শেই শহরের ক্লাব অলিম্পিক মার্শেইয়ের বিপক্ষে ফাইনালে গ্রিজমানের জোড়া গোলেই শিরোপা ঘরে তোলে দিয়েগো সিমিওনের শিষ্যরা।

ইউরোপা লিগের আগামী মৌসুমের গ্রুপ পর্বের ড্র অনুষ্ঠানের ঠিক আগে গত শুক্রবার (৩১ আগস্ট) সেরা খেলোয়াড়ের পুরস্কার ঘোষণা করে উয়েফা। তবে অনুষ্ঠানে অ্যাতলেটিকো মাদ্রিদের কেউ উপস্থিত ছিল না। কারণ গত মৌসুমে লা লিগায় দ্বিতীয় স্থান অর্জন করায় আসন্ন চ্যাম্পিয়নস লিগে সরাসরি অংশ নেবে অ্যাতলেটিকো।

ইউরোপা লিগের সেরা খেলোয়াড় নির্বাচিত হওয়ার পথে দিয়েগো গদিন ও দিমিত্রি পায়েতকে পেছনে ফেলেছেন ফ্রান্সের হয়ে বিশ্বকাপজয়ী গ্রিজমান।

বাংলাদেশ সময়: ১৬৩৮ ঘণ্টা, সেপ্টেম্বর ০১, ২০১৮
এমএইচএম/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।