ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ফুটবল

বাংলাদেশের গ্রুপে ফিলিপিন্স ও লাওস

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১, ২০১৮
বাংলাদেশের গ্রুপে ফিলিপিন্স ও লাওস বাংলাদেশের গ্রুপে ফিলিপিন্স ও লাওস-ছবি:শোয়েব মিথুন-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

আসছে বঙ্গবন্ধু গোল্ডকাপে ‘বি’ গ্রুপে খেলবে বাংলাদেশ। স্বাগতিকরা গ্রুপ পর্বে প্রতিপক্ষ হিসেবে পেয়েছে ফিলিপিন্স ও লাওসকে। রাজধানীর একটি হোটেলে হওয়া শনিবারের ড্রতে ‘এ’ গ্রুপে পড়েছে গতবারের চ্যাম্পিয়ন নেপাল, ফিলিস্তিন ও তাজিকিস্তান।

এবারের বঙ্গবন্ধু গোল্ডকাপ ১ অক্টোবর শুরু হয়ে শেষ হবে ১২ অক্টোবরে। সেমি-ফাইনাল ও ফাইনাল ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে হলেও সিলেটে গ্রুপ পর্বের খেলাগুলো অনুষ্ঠিত হবে।

গোল্ডকাপের এবারের আসরটি পঞ্চম । ২০১৫ সালে মালয়েশিয়ার অনূর্ধ্ব-২৩ দলের কাছে ৩-২ গোলে হেরে রানার্সআপ হওয়া বাংলাদেশের সর্বোচ্চ সাফল্য। ছবি:শোয়েব মিথুন-বাংলানিউজটোয়েন্টিফোর.কমএবারের টুর্নামেন্টের ম্যাচগুলো বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) সরাসরি সম্প্রচার করবে এবং দেশের বাইরেও তা দেখানো হবে।

ড্র অনুষ্ঠানে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী সালাউদ্দিন ছাড়াও সাধারণ সম্পাদক আবু সোহাগ নাইম ও টুর্নামেন্টের স্পন্সর কে স্পোর্টসের সিইও ফাহাদ করিমসহ অন্যরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৭১৮ ঘণ্টা, ০১ সেপ্টেম্বর, ২০১৮
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।