ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ফুটবল

ঘরের মাঠে দারুণ জয় তুলে নিল চেলসি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১, ২০১৮
ঘরের মাঠে দারুণ জয় তুলে নিল চেলসি ছবি: সংগৃহীত

ইংলিশ প্রিমিয়ার লিগে ২০১৮-১৯ মৌসুমের শুরুটা দারুণ হয়েছে চেলসির। লিভারপুলের মতো শুরুর টানা চার ম্যাচই জিতে নিয়েছে সারির শিষ্যরা। শনিবার ঘরের মাঠ স্ট্যামফোর্ড ব্রিজে পেদ্রো ও এডেন হ্যাজার্ডের গোলে এএফসি বোর্নমাউথকে ২-০ গোলে হারালো ব্লুজরা।

এদিন ম্যাচের শুরুতে থেকে শেষ পর্যন্ত দাপট দেখায় চেলসি। পুরো ম্যাচে বল পজিশন রাখে ৭৩ শতাংশ।

তবে প্রথমার্ধ অবশ্য কোনো গোল আদায় করে নিতে পারেনি তারা।

৭২ মিনিটে বাধার দেয়াল ভাঙেন স্প্যানিশ স্ট্রাইকার পেদ্রো। অলিভার জিরুদের সঙ্গে বল নেয়া-দেয়া করে গোলটি করেন তিনি। আর ৮৫ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে জয় নিশ্চিত করেন বেলজিয়াম তারকা হ্যাজার্ড।

বাংলাদেশ সময়: ২২০০ ঘণ্টা, ০১ সেপ্টেম্বর, ২০১৮
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।