ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ফুটবল

লাকাজেত্তের শেষ মুহূর্তের গোলে আর্সেনালের জয়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩১ ঘণ্টা, সেপ্টেম্বর ২, ২০১৮
লাকাজেত্তের শেষ মুহূর্তের গোলে আর্সেনালের জয় টানা দুই জয় পেল গানার খ্যাত দলটি-ছবি: সংগৃহীত

আলেকজান্দ্রে লাকাজেত্তের শেষ মুহূর্তের গোলে প্রতিপক্ষের মাঠ থেকে জয় নিয়ে মাঠ ছাড়লো আর্সেনাল। রোববার ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে কার্ডিফ সিটির বিপক্ষে ৩-২ গোলে জয় পায় উনাই এমরির শিষ্যরা।

বাজে শুরু করা মৌসুমে প্রথম দুটি ম্যাচেই হারের মুখ দেখে আর্সেনাল। তবে এবার টানা দুই জয় পেল গানার খ্যাত দলটি।

এদিন পুরো ম্যাচে আধিপত্য বিস্তার করা আর্সেনাল শুরুতেই লিড পায়। সাকোদ্রান মুস্তাফির ১১ মিনিটের গোলে ১-০তে এগিয়ে যায়। তবে সফরকারীদের সঙ্গে পাল্লা দিয়ে প্রথমার্ধে যোগ করা সময়ে ভিক্তর কামারেসার গোলে সমতা পায় কার্ডিফ।

বিরতির পর পিয়েরি-এমরিক আবামেয়াং ৬২ মিনিটে আর্সেনালকে আবার লিড এনে দেন। কিন্তু আট মিনিট পরে ড্যানি ওয়ার্ডের গোলে আবারও সমতায় ফেরে কার্ডিফ।

এক পর্যায়ে মনে হচ্ছিল ম্যাচটি ড্রয়ের দিকেই এগিয়ে যাচ্ছে। তবে ৮১ মিনিটে ফরাসি স্ট্রাইকার লাকাজেত্তের গোলে জয় নিশ্চিত করে আর্সেনাল।

৪ ম্যাচে দুই জয় ও সমান হারে লিগ টেবিলের ৯ নম্বরে রয়েছে আর্সেনাল। সমান ম্যাচে সবকটিতে জিতে শীর্ষে আছে লিভারপুল।

বাংলাদেশ সময়: ২০২৮ ঘণ্টা, ০২ সেপ্টেম্বর, ২০১৮
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।