ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ফুটবল

লুকাকুর জোড়া গোলে ১০ জনের ম্যানইউর জয়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩০৯ ঘণ্টা, সেপ্টেম্বর ৩, ২০১৮
লুকাকুর জোড়া গোলে ১০ জনের ম্যানইউর জয় লুকাকুর জোড়া গোলে ১০ জনের ম্যানইউর জয়-ছবি: সংগৃহীত

রোমেলু লুকাকুর অসাধারণ পারফরম্যান্সে ইংলিশ প্রিমিয়ার লিগে বার্নলিকে ২-০ গোলে হারালো ম্যানচেস্টার ইউনাইটেড। জোড়া গোল করেন এই বেলজিয়াম স্ট্রাইকার। যদিও দ্বিতীয়ার্ধে ১০ জনের দলে পরিণত হয় হোসে মরিনহোর শিষ্যরা। কিন্তু জয় পেতে কোনো সমস্যা হয়নি দলটির।

রোববার বার্নলির মাঠ টার্ফ মুরে আতিথিয়েতা নিতে যায় ম্যানইউ। খেলতে থাকে আধিপত্য বিস্তার করে।

এরই ফলে ২৭ মিনিটে গোল করে দলকে এগিয়ে দেন লুকাকু। পরে ৪৪ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে জোড়া গোল পূর্ণ করেন এই তারকা।

দ্বিতীয়ার্ধে গোল ব্যবধান আরও বাড়াতে পারতো সফরকারীরা। কিন্তু ৬৯ মিনিটে পল পগবার পেনাল্টি ঠেকিয়ে দেন প্রতিপক্ষের গোলরক্ষক জো হার্ট।

বিরতির পর বদলি হিসেবে মাঠে নামার কিছুক্ষণ পরেই লাল কার্ড দেখেন মার্কাস রাশফোর্ড। প্রতিপক্ষের ব্র্যাডসলিকে মাথা দিয়ে গুতো মারলে রেফারি তাকে মাঠ থেকে বের করে দেন। ক্যারিয়ারে প্রথমবারের মতো লাল কার্য দেখলেন তিনি।

১০ জনের দল হলেও ম্যানইউ শিবিরে ফাটল ধরাতে পারেনি বার্নলি। ফলে শেষ পর্যন্ত ২-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে রেড ডেভিলসরা।

চার ম্যাচে দুই জয় ও সমান হারে ৬ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের ১০-এ রয়েছে ম্যানইউ। সমান ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে লিভারপুল।

বাংলাদেশ সময়: ০৯০৫ ঘণ্টা, ০৩ সেপ্টেম্বর, ২০১৮
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।