ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

সাফ ফুটবলের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৬ ঘণ্টা, সেপ্টেম্বর ৩, ২০১৮
সাফ ফুটবলের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ সাফ ফুটবলের সূচি প্রকাশ। ছবি: শোয়েব মিথুন

মঙ্গলবার ঢাকায় শুরু হতে যাচ্ছে দক্ষিণ এশিয়ার বিশ্বকাপ খ্যাত সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপ। সাতটি দলকে দুই গ্রুপে ভাগ করে সাজানো হয়েছে টুর্নামেন্ট। রাউন্ড রবিন পদ্ধতিতে প্রতিটি দল একে অন্যের বিপক্ষে খেলবে গ্রুপ পর্বে। সেখান থেকে গ্রুপের পয়েন্টে এগিয়ে থাকা ৪ দল নিয়ে সেমি ফাইনাল।

প্রতিটি ম্যাচই অনুষ্ঠিত হবে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে। সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশন (সাফ) চ্যাম্পিয়নশিপের মধ্য দিয়ে বঙ্গবন্ধু স্যাটেলাইট-১-এর টেলিভিশন সম্প্রচার যাত্রা শুরু করবে।

সাফ চ্যাম্পিয়নশিপের প্রডাকশনের দায়িত্বে আছে বেসরকারি টেলিভিশন চ্যানেল নাইন।

গ্রুপ ‘এ’ তে আছে বাংলাদেশ, ভুটান, নেপাল, পাকিস্তান। গ্রুপ ‘বি’ তে আছে ভারত, শ্রীলঙ্কা, মালদ্বীপ।

সাফ ফুটবলের সূচি।  ছবি: সংগৃহীত

গ্রুপ পর্ব শেষে ১২ সেপ্টেম্বর সেমিফাইনালের দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে। ১৫ সেপ্টেম্বর ফাইনাল দিয়ে শেষ হবে সাফ ফুটবলের এই আসর।

সাফকে ঘিরে সোমবার (০৩ সেপ্টেম্বর) এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। যেখানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী মোঃ সালাহউদ্দিন।

আরও পড়তে... সাফের জন্য বাংলাদেশ দল ঘোষণা

বাংলাদেশ সময়ঃ ১৫৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ০৩, ২০১৮

এমকেএম/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।