ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ফুটবল

বর্ষসেরা কোচের তালিকায় জিদান, দেশাম ও দালিচ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৪৬ ঘণ্টা, সেপ্টেম্বর ৪, ২০১৮
বর্ষসেরা কোচের তালিকায় জিদান, দেশাম ও দালিচ দেশাম, দালিচ ও জিদান-ছবি: সংগৃহীত

ফিফা বর্ষসেরা কোচের সংক্ষিপ্ত ৩ জনের তালিকায় জায়গা করে নিয়েছেন জিনেদিন জিদান, দিদিয়ের দেশাম ও জ্লাতকো দালিচ।

রিয়াল মাদ্রিদের সাবেক কোচ জিদান গতবার এই পুরস্কারটি পেয়েছিলেন। এবারও রয়েছেন তালিকায়।

যেখানে ইতিহাসের প্রথম কোনো কোচ হিসেবে টানা তিনটি চ্যাম্পিয়নস লিগ ট্রফি জিতেছেন তিনি। সর্বশেষ লিভারপুলকে হারিয়ে ট্রফিটি জেতেন।

ফরাসি এ তারকা গত আসরে চেলসির সে সময়ের কোচ অ্যান্তোনিও কোন্তে ও জুভেন্টাসের কোচ ম্যাসিমিলিয়ানো অ্যালিগ্রিকে হটিয়ে পুরস্কারটি ঘরে তোলেন। তবে এবার তিনি প্রতিদ্বন্দ্বী হিসেবে পাচ্ছেন বিশ্বকাপ জয়ী ফ্রান্সের দেশাম ও রানারআপ দল ক্রোয়েশিয়ার কোচ দালিচকে।

বিশ্বকাপ ফুটবল ইতিহাসে তৃতীয় ব্যক্তি হিসেবে দেশাম অধিনায়ক ও কোচ হয়ে বিশ্বকাপ জেতার অনন্য কীর্তি অর্জন করেন। ১৯৯৮ সালে ফ্রান্সের প্রথম বিশ্বকাপ জয়ী দলে নেতৃত্বে ছিলেন তিনি। সেবার আবার সতীর্থ হেসেবে ছিলেন জিদান। আর এবারের ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ গোলে হারিয়ে তারকা শিষ্যরা শিরোপায় চুমু খায়।

এদিকে একটি সাধারণ দলকে বিশ্বকাপে অসাধারণ খেলিয়ে ফাইনালে নিয়ে যান ক্রোয়েট কোচ দালিচ। এরই পুরস্কার হিসেবে তালিকায় জায়গা করে নিলেন।

আগামী ২৪ সেপ্টেম্বর লন্ডনে ফিফার অনুষ্ঠানে সেরা কোচের পুরস্কার দেয়া হবে। একই দিন বর্ষসেরা ফুটবলার, সেরা গোলরক্ষক ও সেরা গোলের পুরস্কার দেয়া হবে।

বাংলাদেশ সময়: ০৯৪৫ ঘণ্টা, ০৪ সেপ্টেম্বর, ২০১৮
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।