ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ফুটবল

সেরা গোলরক্ষকের তালিকায় কুর্তোয়া, লোরিস ও স্মাইকেল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪১৮ ঘণ্টা, সেপ্টেম্বর ৪, ২০১৮
সেরা গোলরক্ষকের তালিকায় কুর্তোয়া, লোরিস ও স্মাইকেল কুর্তোয়া, লোরিস ও স্মাইকেল-ছবি: সংগৃহীত

রাশিয়া বিশ্বকাপটা গোলরক্ষদের জন্য ছিলো বিশেষ কিছু। পারফর্ম করে নজর কেড়েছেন অনেকেই। আর এদের মধ্যেই ফিফা বর্ষসেরা গোলরক্ষকের সেরা তিন জনের সংক্ষিপ্ত তালিকা করা হলো। এরা হলেন বেলজিয়ামের থিবাউ কুর্তোয়া, ফ্রান্সের হুগো লোরিস ও ডেনমার্কের ক্যাসপার স্মাইকেল।

বিশ্বকাপের সেমিফাইনালে খেলা কুর্তোয়া ইতোমধ্যে রাশিয়া আসরের গোল্ডেন গ্লাভস জিতে নিয়েছেন। এছাড়া জাতীয় দলকে তৃতীয় করে ব্রোঞ্জ জয়ে সাহায্য করেছেন।

দেশের বাইরে ক্লাব চেলসির হয়ে ইংলিশ প্রিমিয়ার লিগে ১৫ ম্যাচে কোনো গোল হজম করেননি।

রাশিয়ায় ফ্রান্সের বিশ্বকাপ জয়ী দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন লোরিস। আর দলকে ফাইনালে নিতে চার ম্যাচে কোনো গোল হজম করেননি। এছাড়া টটেনহ্যাম হটস্পারসদের হয়ে ১৫টি ম্যাচে অপরাজিত ছিলেন।

৯১ শতাংশ শট সেভ করে রাশিয়া বিশ্বকাপে চমক দেখিয়েছেন ডেনমার্কের স্মাইকেল। ক্রোয়েশিয়ার বিপক্ষে শেষ ষোলোর ম্যাচে তিনটি পেনাল্টি শট সেভ করেছেন। জাতীয় দল ডেনিশদের হয়ে ৫৭২ মিনিট অপরাজিত থেকে রেকর্ড গড়েন।

আগামী ২৪ সেপ্টেম্বর লন্ডনে ফিফার অনুষ্ঠানে সেরা সেরা গোলরক্ষকের পুরস্কার দেয়া হবে। একই দিন বর্ষসেরা ফুটবলার সেরা কোচ ও সেরা গোলের পুরস্কার দেয়া হবে।

বাংলাদেশ সময়: ১০১৫ ঘণ্টা, ০৪ সেপ্টেম্বর, ২০১৮
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।