যদিও এই পুরস্কারের জন্য মনোনয়ন দেয়া হয়েছে ৬০ তরুণ ফুটবলারকে। যারা ইউরোপের শীর্ষ লিগে খেলেন।
এমবাপ্পের সঙ্গে এই তালিকায় আছেন তিমোথি উইয়েহ, ক্রিস্টিয়ান পুলিসচিস, ফিল ফোডেন ও আশরাফ হাকিমির মতো প্রতিভাবানরা। তবে শেষ এক বছর যে স্বপ্নের মতো কেটেছে ফরাসি স্ট্রাইকারের।
সর্বশেষ তিনি জাতীয় দল ফ্রান্সের হয়ে বিশ্বকাপ শিরোপা জিতেছেন। ফাইনালের মঞ্চে করেছেন গোল। এর আগে ক্লাব প্যারিস সেন্ট জার্মেইর হয়ে ঘরোয়া ডাবলও জিতেছেন তিনি।
২০১৭ সালে গোল্ডেন বয় পুরস্কার পেয়েছেন এমবাপ্পে। যেখানে এমন সম্মানীয় ট্রফিটি লিওনেল মেসি, ওয়েন রুনি, সেস ফেব্রেগাস, সার্জিও আগুয়েরো, মারিও বালোতেল্লি, মারিও গোতজে, পল পগবা ও রাহিম স্টারলিংয়ের মতো তারকাদের হাতেও উঠেছে।
বাংলাদেশ সময়: ১৩০২ ঘণ্টা, ০৪ সেপ্টেম্বর, ২০১৮
এমএমএস