ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ফুটবল

আবার কোচিংয়ে ম্যারাডোনা!

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৪ ঘণ্টা, সেপ্টেম্বর ৭, ২০১৮
আবার কোচিংয়ে ম্যারাডোনা! দিয়েগো ম্যারাডোনা

বেলারুশের ক্লাব ডাইনামো ব্রেস্টের প্রেসিডেন্টের দায়িত্ব ছেড়ে আবার কোচিংয়ে ফিরছেন আর্জেন্টিনার সাবেক বিশ্বকাপজয়ী অধিনায়ক দিয়েগো ম্যারাডোনা।

কিছুদিন আগেই আবারও কোচিংয়ে ফেরার আগ্রহ দেখিয়েছিলেন ম্যারাডোনা। এবার তাকে সেই সুযোগ করে দিলো মেক্সিকোর দ্বিতীয় বিভাগের ক্লাব দোরাদোস দে সিনালোয়া।

সম্প্রতি মেক্সিকো সফরে গিয়েছিলেন ম্যারাডোনা। সেখানে গিয়েই নতুন ক্লাবের সঙ্গে প্রাথমিক আলোচনা সেরে ফেলেছেন এই কিংবদন্তী। আগামী রোববার (৯ সেপ্টেম্বর) মেক্সিকোর সুলিয়াসান শহরে দোরাদোসের সঙ্গে ম্যারাডোনার চুক্তি স্বাক্ষর করার কথা ।

ম্যারাডোনা যদি দেরাদোসে ভাল করেন তাহলে একই মালিকানার আরেক ক্লাব জলস দে তিজুয়ানার (প্রথমশ্রেণীর লিগে অন্যতম সেরা) দায়িত্ব তুলে দেওয়া হবে তার কাঁধে।

উল্লেখ্য, ইংলিশ প্রিমিয়ার লিগের বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটির কোচ পেপ গার্দিওলার খেলোয়াড়ি জীবনের শেষ ক্লাব ছিল দোরাদোস যেখানে তিনি স্প্যানিশ কোচ হুয়ান ম্যানুয়েল লিলোর অধীনে খেলেছেন।

বাংলাদেশ সময়: ১৬৪২ ঘণ্টা, সেপ্টেম্বর, ২০১৮
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।