ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

পঞ্চগড়ে বঙ্গবন্ধু গোল্ডকাপ টুর্নামেন্টের উদ্বোধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৫৪ ঘণ্টা, সেপ্টেম্বর ৮, ২০১৮
পঞ্চগড়ে বঙ্গবন্ধু গোল্ডকাপ টুর্নামেন্টের উদ্বোধন বঙ্গবন্ধু গোল্ডকাপ

পঞ্চগড়: পঞ্চগড় বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম স্টেডিয়ামে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের (অনূর্ধ্ব ১৭) উদ্বোধন করা হয়েছে।

সদর উপজেলা প্রশাসনের আয়োজনে শুক্রবার (৭ সেপ্টেম্বর) বিকেলে আনুষ্ঠানিকভাবে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন পঞ্চগড় জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ জহিরুল ইসলাম।  

এসময় আরও উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ গোলাম আজম, অতিরিক্ত পুলিশ সুপার গিয়াস উদ্দিন আহমদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এহেতেশাম রেজা, পৌরসভার মেয়র তৌহিদুল ইসলাম, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কামরুন্নাহার শাহীন প্রমুখ।

 

উদ্বোধনী খেলায় চাকলাহাট ইউনিয়ন ফুটবল একাদশ ও কামাত কাজলদিঘি ইউনিয়ন ফুটবল একাদশ অংশগ্রহণ করে।

এ টুর্নামেন্টে পঞ্চগড় সদর উপজেলার ১০টি ইউনিয়ন থেকে ১০টি ফুটবল দল অংশগ্রহণ করবে বলে জানা যায়।

বাংলাদেশ সময়: ২০৫৪ ঘণ্টা, সেপ্টেম্বর ০৭, ২০১৮
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।