ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

ড্র’য়ে শেষ শ্রীলঙ্কা-মালদ্বীপ ম্যাচ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১২১ ঘণ্টা, সেপ্টেম্বর ৮, ২০১৮
ড্র’য়ে শেষ শ্রীলঙ্কা-মালদ্বীপ ম্যাচ শ্রীলঙ্কা বনাম মালদ্বীপ ম্যাচের একটি মুহূর্ত-ছবি: শোয়েব মিথুন

সাফ চ্যাম্পিয়নশিপে গ্রুপ ‘বি’র ম্যাচে মালদ্বীপের সঙ্গে গোলশূন্য ড্র করেছে শ্রীলঙ্কা।

শুক্রবার (৭ সেপ্টেম্বর) বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে সাফ সুজুকি কাপ-২০১৮ এর গ্রুপ ‘বি’র দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় মুখোমুখি হয় শ্রীলঙ্কা-মালদ্বীপ। ম্যাচের শুরু থেকেই কিছুটা এগিয়ে ছিল মালদ্বীপ।

৬২ শতাংশ বল দখলে রাখার পাশাপাশি পাস দেওয়ার ক্ষেত্রেও এগিয়ে তারা। মালদ্বীপের ৪২৪ পাসের বিপরীতে শ্রীলঙ্কা মাত্র ২৫৯টি পাস দিতে সক্ষম হয়েছে।  

তবে আক্রমণে দুই দলই প্রায় সমান। মালদ্বীপ যেখানে গোলমুখে শট নিয়েছে ১৩টি, শ্রীলঙ্কা সেখানে ১৪টি শট নিয়েছে। লক্ষ্যে শট দুই দলেরই সমান ৫টি করে। কিন্তু কাজের কাজ তথা গোল করতে ব্যর্থ দুই দলই।  ফলে গোলশূন্য ড্র নিয়ে মাঠ ছাড়ে ভারত মহাসাগরের দুই প্রতিবেশী দ্বীপরাষ্ট্রের ফুটবল প্রতিনিধিরা।

শ্রীলঙ্কা-মালদ্বীপ ম্যাচের একটি মুহূর্ত-ছবি: শোয়েব মিথুন

এই ড্র’য়ে ১ ম্যাচ খেলে ১ পয়েন্ট নিয়ে গ্রুপ ‘বি’র দ্বিতীয় স্থানে আছে মালদ্বীপ। অন্যদিকে ২ ম্যাচ খেলে ১ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে শ্রীলঙ্কা। আর শ্রীলঙ্কাকে হারিয়ে সাফের মিশন শুরু করা ভারত ১ ম্যাচ খেলে ৩ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে অবস্থান করছে।

শনিবার (৮ সেপ্টেম্বর) দিনের প্রথম ম্যাচে গ্রুপ ‘এ’ থেকে পাকিস্তানের মুখোমুখি হবে ভুটান এবং সন্ধ্যা ৭টায় নেপালের মুখোমুখি হবে বাংলাদেশ। নেপালের বিপক্ষে জিতলেই সেমিফাইনাল নিশ্চিত হবে বাংলাদেশের।

বাংলাদেশ সময়ঃ ২১১৬ ঘণ্টা, সেপ্টেম্বর ০৭, ২০১৮
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।