ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ফুটবল

সেমিফাইনালের লক্ষ্যে মাঠে নামলো বাংলাদেশ

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩০০ ঘণ্টা, সেপ্টেম্বর ৮, ২০১৮
সেমিফাইনালের লক্ষ্যে মাঠে নামলো বাংলাদেশ শেষ চারে খেলতে হলে এ ম্যাচে জয় অথবা ড্র করতে হবে লাল-সবুজদের-ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম থেকে: সাফ চ্যাম্পিয়নশিপে সেমিফাইনালে ওঠার লক্ষ্যে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে নেপালের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ। শেষ চারে খেলতে হলে এ ম্যাচে জয় অথবা ড্র করতে হবে লাল-সবুজদের। তবে হেরে গেলে তাকিয়ে থাকতে হবে ‘এ’ গ্রুপে অন্য দল পাকিস্তান ও নেপালের সঙ্গে গোল ব্যবধানের দিকে।

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শনিবার (০৮ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় নেপালের মুখোমুখি হয় বাংলাদেশ।

বাংলাদেশ এর আগে নিজেদের প্রথম ম্যাচে ভুটানকে ২-০ গোলে হারিয়ে শুভ সূচনা করে।

পরে পাকিস্তানকে ১-০ গোলে হারিয়ে ২০১৩ সালের পর প্রথমবার সাফে টানা দুটি ম্যাচ জিতে নেয়।

অন্যদিকে পাকিস্তান নেপালের বিপক্ষে ২-১ গোলে জয় দিয়ে শুরু করলেও বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে ১-০ গোলে হেরে যায়। তবে তৃতীয় ম্যাচে ভুটানকে ৩-০ গোলে হারিয়ে সেমির আশা টিকিয়ে রাখে।  

নেপাল আবার নিজেদের দ্বিতীয় ম্যাচে ভুটানকে ৪-০ গোলে উড়িয়ে দেয়। তাই এ ম্যাচ জিতলে তাদেরও সম্ভাবনা টিকে থাকবে। টানা দুই ম্যাচ হেরে ভুটান আগেই বিদায় নিয়েছে।

বাংলাদেশ সময়: ১৯০০ ঘণ্টা, ০৮ সেপ্টেম্বর, ২০১৮
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।