ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ফুটবল

নলডাঙ্গায় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০১৮
নলডাঙ্গায় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন  বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

নাটোর: নাটোরের নলডাঙ্গা উপজেলায় বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। 

সোমবার (৯ সেপ্টেম্বর) বিকেলে বাসুদেবপুর শ্রীশচন্দ্র বিদ্যানিকেতন মাঠে এ খেলার উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শরীফুন নেছা।  

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জেসমিন আক্তার বানুর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মগরেব আলী, জেলা ক্রীড়া কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্বে) আশিকুর রহমান, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এসএম ফিরোজ, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সৈয়দ মোস্তাক আলী মুকুল, ব্রহ্মপুর ইউপি চেয়ারম্যান হাফিজুর রহমান বাবু, নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত উজ্জল হোসেন, মাধনগর ইউপি চেয়ারম্যান আমজাদ হোসেন দেওয়ান, খাজুরা ইউপি চেয়ারম্যান খলিলুর রহমান, পিপরুল ইউপি চেয়ারম্যান কলিমুদ্দিন, বিপ্রবেলঘড়িয়া ইউপি চেয়ারম্যান জালাল উদ্দিন, বিপ্রবেলঘড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুস সবুর সেলিম মাস্টার, উপজেলা যুবলীগ যুগ্ম সম্পাদক ও শ্রীশচন্দ্র বিদ্যানিকেতনের ম্যানিজিং কমিটির সভাপতি তৌহিদুর রহমান লিটন প্রমুখ।

খেলায় নলডাঙ্গা পৌরসভা ও পাঁচটি ইউনিয়নসহ মোট ছয়টি দল অংশ নিচ্ছে। উদ্বোধনী খেলায় মাধনগর ইউনিয়ন ও বিপ্রবেলঘড়িয়া অংশ নেয়।  

বাংলাদেশ সময়: ১৭০৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০১৮
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।