ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ফুটবল

বিশ্বকাপে খেলা কোস্টারিকান তারকা বসুন্ধরা কিংসে

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২১১ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০১৮
বিশ্বকাপে খেলা কোস্টারিকান তারকা বসুন্ধরা কিংসে কোস্টারিকান ফরোয়ার্ড ড্যানিয়েল কলিনড্রেস-ছবি: সংগৃহীত

ঘরোয়া ফুটবলে আগের সেই জৌলুস ফিরিয়ে আনতে এবং হতাশ ফুটবল ভক্তদের মাঠমুখো করতে দেশ-বিদেশের উঁচু মানের খেলোয়াড়দের দলে টানছে বসুন্ধরা কিংস। বেশ কয়েকজন বিদেশি খেলোয়াড় আগেই আনা হলেও এবার পেশাদার লিগে অভিষেকের অপেক্ষায় থাকা এ দলে যুক্ত হচ্ছেন রাশিয়া বিশ্বকাপে অংশ নেওয়া কোস্টারিকান ফরোয়ার্ড ড্যানিয়েল কলিনড্রেস।

বাংলাদেশের ঘরোয়া ফুটবলে বিদেশি খেলোয়াড়ের অভাব নেই। কিন্তু বিশ্বকাপে খেলার অভিজ্ঞতাসম্পন্ন খেলোয়াড় হাতেগোনা।

তাও এখন এমন খেলোয়াড় এদেশের ঘরোয়া লিগে বিরল। সেই তুলনায় কোস্টারিকার হয়ে বিশ্বকাপে খেলার তাজা অভিজ্ঞতা নিয়ে ফেরা কলিনড্রেস বেশ তরুণ। তার সঙ্গে চুক্তি সম্পন্ন করেছে বসুন্ধরা কিংস। বুধবার (১২ সেপ্টেম্বর) তার ঢাকায় পৌঁছানোর কথা।

কলিনড্রেসের দলে অন্তর্ভুক্তি নিয়ে বসুন্ধরা কিংসের প্রেসিডেন্ট ইমরুল হাসান বলেন, ‘আমাদের পিছিয়ে পড়া ফুটবলে এমন বিদেশি লাগবে যাদের টানে মাঠে দর্শক আসবে। ম্যাচে পার্থক্য গড়ে দেওয়ার মতো বিদেশি আনার উদ্যোগ নিয়েছি আমরা। উঁচু মানের খেলোয়াড়ের সঙ্গে খেললে আমাদের খেলোয়াড়দেরও উন্নতি হবে। তাই বিশ্বকাপে খেলা কলিনড্রেসকে আমরা পছন্দ করেছি। ’

২০১৫ সালে যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে ম্যাচে নেইমারের আক্রমণ ঠেকাচ্ছেন কোস্টারিকার কলিনড্রেস-ছবি: সংগৃহীত

২০১১ সালে কোস্টারিকার জাতীয় দলে অভিষিক্ত হওয়ার পর ১২টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন কলিনড্রেস। গত রাশিয়া বিশ্বকাপে কোস্টারিকার হয়ে দু’টি ম্যাচ খেলেছেন এই উইঙ্গার। ফুটসাল খেলে বড় হওয়া এই ফুটবলার সর্বশেষ খেলেছেন দেপোর্তিভো সাপ্রিসায়। বর্তমানে দলের সঙ্গে জাপান ট্যুরে আছেন তিনি।  

জাতীয় দলের হয়ে বাঁ দিকের উইং ধরে খেললেও বসুন্ধরা কিংসে তাকে সেন্টার ফরোয়ার্ড হিসেবে খেলানোর কথা ভাবছেন ক্লাবের স্প্যানিশ কোচ অস্কার ব্রুজোন। মূলত তার ৫ ফুট ১১ ইঞ্চি উচ্চতা গোল করতে সহায়ক হবে বলেই তাকে আক্রমণভাগের মূলভাগে খেলাতে চান বসুন্ধরা কিংসের নবনিযুক্ত কোচ।

প্রসঙ্গত, ৪১ বছর বয়সী কোচ অস্কার ব্রুজোনের অধীনে এরইমধ্যে অনুশীলন শুরু করে দিয়েছে বসুন্ধরা কিংস। গত বুধবার (৫ সেপ্টেম্বর) বসুন্ধরা কিংস ফুটবল ক্লাবের ট্রেনিং গ্রাউন্ডে দলের খেলোয়াড়দের নিয়ে প্রথমবারের মতো অনুশীলনে নামেন হেড কোচ অস্কার ব্রুজোন।

নতুন কোচ ব্রুজোনের অধীনে অনুশীলন করছেন বসুন্ধরা কিংসের ফুটবলাররা-ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বসুন্ধরা কিংসের জেনারেল সেক্রেটারি মিনহাজুল ইসলাম মিনহাজ জানান, বাংলাদেশ প্রিমিয়ার লিগে শক্তিশালী দল হিসেবে অবতীর্ণ হতে দেশসেরা ফুটবলারদের দলে টানার পাশাপাশি অভিজ্ঞ বিদেশি ফুটবলারও আনছে বসুন্ধরা কিংস।  

প্রথম দিনের অনুশীলনে যোগ দিয়েছেন হাইতির জাতীয় দলের হয়ে খেলা স্ট্রাইকার কেলভোন বেলফোর্ট, আফগান তারকা মাশাহ, ক্যামেরুনের কাভান্নার মতো ফুটবলাররা। বিদেশিদের মধ্যে থেকে ট্রায়াল শেষে বাছাইকৃতদের নিয়ে শুরু হবে মূল অনুশীলন। জাতীয় দলের হয়ে সাফ চ্যাম্পিয়নশিপে খেলেছেন এমন কয়েকজন ফুটবলারেরও বসুন্ধরা কিংসে যোগ দেওয়ার কথা।  

বাংলাদেশ সময়: ২২০৫ ঘণ্টা, সেপ্টেম্বর, ২০১৮
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।