ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ফুটবল

বর্ষসেরা একাদশের সংক্ষিপ্ত তালিকায় নেই বেল-ওজিলরা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০১৮
বর্ষসেরা একাদশের সংক্ষিপ্ত তালিকায় নেই বেল-ওজিলরা ওজিল-বেল বাদ পড়েছেন বর্ষসেরার সংক্ষিপ্ত তালিকায়-ছবি: সংগৃহীত

বর্ষসেরা ফিপ্রো একাদশের জন্য ৫৫ সদস্যের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছে ফিফা। তবে এই তালিকায় জায়গা হয়নি গ্যারেথ বেল, মেসুত ওজিল ও সার্জিও আগুয়েরোর মতো তারকাদের। আগামী ২৪ সেপ্টেম্বর লন্ডনে ফিফার বর্ষসেরা ফুটবলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এই একাদশ ঘোষণা করা হবে।

এই তালিকায় বিস্ময়করভাবে আরও বাদ পড়েছেন ব্রাজিলের রবার্তো ফিরমিনো ও ফ্রান্সের বিশ্বকাপ জয়ী অধিনায়ক ও গোলরক্ষক হুগো লরিস।

এই তালিকায় সবচেয়ে আশ্চর্য ছিল ওয়েলস তারকা বেলের বাদ পড়াটা।

কেননা ২৯ বছর বয়সী বেল গত মৌসুমে নিজের ক্লাব রিয়াল মাদ্রিদকে টানা তৃতীয় চ্যাম্পিয়নস লিগ জেতাতে সাহায্য করেন। ফাইনালে তিনি লিভারপুলের বিপক্ষে জোড়া গোলও করেছিলেন।

২৫ হাজার পেশাদারী ফুটবলার ৬৫ দেশ থেকে এই ৫৫জন ফুটবলারকে বেছে নেন। যেখানে মূল একাদশের ফরম্যাশন হবে ৪-৩-৩। ৫৫ জনের তালিকায় সুযোগ পাওয়া ফুটবলাররা-ছবি: সংগৃহীতগোলরক্ষক: জিয়ানলুইজি বুফন (জুভেন্টাস, পিএসজি, ইতালি) থিবাউ কুর্তোয়া (চেলসি, রিয়াল মাদ্রিদ, বেলজিয়াম), দেভিদ দে গিয়া (ম্যানইউ, স্পেন), কেইলর নাভাস (রিয়াল মাদ্রিদ, কোস্টারিকা), মার্ক-আন্দ্রে টের স্টেগেন (বার্সেলোনা, জার্মানি)।

ডিফেন্ডার: জর্দি আলবা (বার্সেলোনা, স্পেন), দানি আলভেস (পিএসজি, ব্রাজিল), দানি কারভাহাল (রিয়াল মাদ্রিদ, স্পেন), জিওর্জিও চিয়েল্লিনি (জুভেন্টাস, ইতালি), ভার্জিল ভ্যান ডিক (সাউদাম্পটন, লিভারপুল, নেদারল্যান্ডস), দিয়েগো গদিন (অ্যাতলেটিকো মাদ্রিদ, উরুগুয়ে) ম্যাট হুমেলস (বায়ার্ন মিউনিখ, জার্মানি), জোসুয়া কিমিচ (বায়ার্ন মিউনিখ, জার্মানি), দিজেন লোভরেন (লিভারপুল, ক্রোয়েশিয়া), মার্সেলো (রিয়াল মাদ্রিদ, ব্রাজিল), ইয়েরি মিনা (বার্সেলোনা, এভারটন, কলম্বিয়া), বেঞ্জামিন পাভার (ফ্রান্স, স্টুটগার্ট), জেরার্ড পিকে (বার্সেলোনা, স্পেন), সার্জিও রামোস (রিয়াল মাদ্রিদ, স্পেন) থিয়াগো সিলভা (পিএসজি, ব্রাজিল), কাইরন ট্রিপ্পিয়ার (টটেনহ্যাম, ইংল্যান্ড), স্যামুয়েল উমতিতি (বার্সেলোনা, ফ্রান্স), রাফায়েল ভারানে (রিয়াল মাদ্রিদ, ফ্রান্স), সিমে ভার্সাজকো (অ্যাতলেটিকো মাদ্রিদ, ইন্টার, ক্রোয়েশিয়া), কাইল ওয়াকার (ম্যানসিটি, ইংল্যান্ড)।

মিডফিল্ডার: সার্জিও বুসকেটস (বার্সেলোনা, স্পেন), কাসিমিরো (রিয়াল মাদ্রিদ, ব্রাজিল), ফিলিপ কুতিনহো (লিভারপুল, বার্সেলোনা, ব্রাজিল), কেভিন দি ব্রুইনা (ম্যানসিটি, বেলজিয়াম), এডেন হ্যাজার্ড (চেলসি, বেলজিয়াম), আন্দ্রেস ইনিয়েস্তা (বার্সেলোনা, স্পেন), ইসকো (রিয়াল মাদ্রিদ, স্পেন), এনগোলো কান্তে (চেলসি, ফ্রান্স), টনি ক্রুস (রিয়াল মাদ্রিদ, জার্মানি), নেমানজা মাতিক (ম্যানইউ, সার্বিয়া), লুকা মদ্রিচ (রিয়াল মাদ্রিদ, ক্রোয়েশিয়া), পল পগবা (ম্যানইউ, ফ্রান্স), ইভান রাকিটিচ (বার্সেলোনা, ক্রোয়েশিয়া), ডেভিদ সিলভা (ম্যানসিটি, স্পেন), আরতুরো ভিদাল (বায়ার্ন মিউনিখ, বার্সেলোনা, চিলি)।

ফরোয়ার্ড: করিম বেনজেমা (রিয়াল মাদ্রিদ, ফ্রান্স), এদিনসন কাভানি (পিএসজি, উরুগুয়ে), পাওলো দিবালা (জুভেন্টাস, আর্জেন্টিনা), আঁতোয় গ্রিজমান (অ্যাতলেটিকো মাদ্রিদ, ফ্রান্স), হ্যারি কেন (টটেনহ্যাম, ইংল্যান্ড), রবার্ট লেভান্ডভস্কি (বায়ার্ন, পোল্যান্ড) রোমেলু লুকাকু (ম্যানইউ, বেলজিয়াম), মারিও মান্দজুকিচ (জুভেন্টাস, ক্রোয়েশিয়া), সাদিও মানে (লিভারপুল, সেনেগাল), কিলিয়ান এমবাপ্পে (পিএসজি, ফ্রান্স), লিওনেল মেসি (বার্সেলোনা, আর্জেন্টিনা), নেইমার (পিএসজি, ব্রাজিল), ক্রিস্টিয়ানো রোনালদো (রিয়াল মাদ্রিদ, জুভেন্টাস, পর্তুগাল), মোহাম্মদ সালাহ (লিভারপুল, মিশর), লুইস সুয়ারেজ (বার্সেলোনা, উরুগুয়ে)।

বাংলাদেশ সময়: ১২০৯ ঘণ্টা, ১১ সেপ্টেম্বর, ২০১৮
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।