ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ফুটবল

সৈয়দপুরে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩১৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০১৮
সৈয়দপুরে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন  সৈয়দপুরে বঙ্গবন্ধু গোল্ডকাপ টুর্নামেন্টের উদ্বোধন 

নীলফামারী: নীলফামারীর সৈয়দপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুর্ধ্ব-১৭ উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (১১ সেপ্টেম্বর) বিকেলে সৈয়দপুর স্টেডিয়ামে এ খেলার উদ্বোধন করেন সৈয়দপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আজমল হোসেন। এ টুর্নামেন্টের আয়োজন করে সৈয়দপুর উপজেলা প্রশাসন।

সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) পরিমল কুমার সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন- সৈয়দপুর পৌরসভা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলাম বাবু, সাধারণ সম্পাদক মোজাম্মেল হক, দি সৈয়দপুর বণিক সমিতির সভাপতি ইদ্রিস আলী প্রমুখ।  

উদ্বোধনী খেলায় সৈয়দপুর পৌরসভা একাদশ ৯-০ গোলে কাশিরাম ইউনিয়ন একাদশকে পরাজিত করে। খেলায় মোট ছয়টি দল অংশ নিচ্ছে।

দর্শক সারিতে বসে খেলা উপভোগ করেন সৈয়দপুর পৌরসভার মেয়র মো. আমজাদ হোসেন সরকার।

বুধবার (১২ সেপ্টেম্বর) উপজেলার বোতলাগাড়ি একাদশের মুখোমুখি হবে বাঙালিপুর ইউনিয়ন একাদশ।  

বাংলাদেশ সময়: ১৯১৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০১৮
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।