ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ফুটবল

ভোলায় বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবলে চ্যাম্পিয়ন হাজিরহাট

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৩৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০১৮
ভোলায় বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবলে চ্যাম্পিয়ন হাজিরহাট ভোলায় বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবলে চ্যাম্পিয়ন হাজিরহাট

ভোলা: ভোলার মনপুরায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুর্ধ্ব-১৭ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। খেলায় ট্রাইব্রেকারে ৫-৪ গোলে মনপুরা ইউনিয়ন একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় হাজিরহাট ফুটবল একাদশ।

মঙ্গলবার (১১ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার হাজিরহাট মডেল সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।

খেলা শেষে প্রধান অথিতি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগ সভাপতি শেলিনা আকতার চৌধুরী।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল আজিজ ভূঞার সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন হিসেবে উপস্থিত ছিলেন- আওয়ামী লীগ সহ-সভাপতি ও ইউপি চেয়ারম্যান শাহরিয়ার চৌধুরী দীপক, ইউপি চেয়ারম্যান আমানত উল্লা আলমগীর, প্রেসক্লাব সভাপতি আলমগীর হোসেন।

আরও উপস্থিত ছিলেন- বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) চেয়ারম্যান নিজামউদ্দিন মিয়া, যুবলীগ সম্পাদক মনিরুজ্জামান মনিরসহ অন্যান্যরা।

বাংলাদেশ সময়: ২০৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০১৮
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।