ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ফুটবল

মেয়েদের সাফেও একই গ্রুপে বাংলাদেশ

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০২৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০১৮
মেয়েদের সাফেও একই গ্রুপে বাংলাদেশ নারী ফুটবল দলের অনুশীলন-ছবি: সংগৃহীত

পুরুষদের সাফ চ্যাম্পিয়নশিপ শেষ হতে না হতেই শুরু হচ্ছে অনূর্ধ্ব-১৫ সাফ (পুরুষ) ও মহিলা ফুটবলের আসর। চলতি সাফে খেলা সিনিয়র পুরুষ দলের মতোই একই গ্রুপসঙ্গী পেয়েছে মহিলা ফুটবল দল। গ্রুপের সদস্য চার দল। অন্যদিকে অনূর্ধ্ব-১৫ পুরুষ ফুটবল দলও পড়েছে একই গ্রুপে, সঙ্গীও চার দল। তবে ভুটানের বদলে তাদের গ্রুপসঙ্গী মালদ্বীপ।

এবারের আসরের ড্রয়ে ‘এ’ গ্রুপে পড়েছে বাংলাদেশ মহিলা দল। যেখানে তাদের গ্রুপসঙ্গী সেই নেপাল, ভুটান ও পাকিস্তান।

অর্থাৎ, পুরষ দলের মতো মহিলা ফুটবল দলও চার দলের গ্রুপে পড়েছে। অপরদিকে ‘বি’ গ্রুপে আছে তিনটি দল-ভারত, মালদ্বীপ, শ্রীলঙ্কা।

সাফ মহিলা ফুটবল ও অনূর্ধ্ব-১৫ পুরুষ দলের ড্র-ছবি: শোয়েব মিথুন/বাংলানিউজটুয়েন্টিফোর.কম ]আগামী ১৭ সেপ্টেম্বর থেকে মাঠে গড়াছে অনূর্ধ্ব-১৫ সাফ (পুরুষ) ও মহিলা ফুটবল চ্যাম্পিয়নশিপ। আগামী ২৫ অক্টোবর হতে ৩ নভেম্বর ২০১৮ তারিখ পর্যন্ত নেপালে কিংবা শ্রীলঙ্কাতে সাফ অনূর্ধ্ব-১৫ (পুরুষ) ফুটবল চ্যাম্পিয়নশীপ ২০১৮ এর খেলা আর আগামী ১৭ ডিসেম্বর হতে ২৬ ডিসেম্বর ২০১৮ তারিখ পর্যন্ত সাফ (মহিলা) ফুটবল চ্যাম্পিয়নশীপ ২০১৮ এর খেলা অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (১৩ সেপ্টেম্বর) বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ভবনে দু’টি প্রতিযোগিতার ‘ড্র’ অনুষ্ঠান কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়।  

ড্র অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাফ সাধারণ সম্পাদক জনাব আনোয়ারুল হক হেলাল, বাফুফে সদস্য জনাব মোঃ আমিরুল ইসলাম বাবু, ভুটান ফুটবল ফেডারেশনের ডেপুটি জেনারেল সেক্রেটারী মিন্দু দর্জি এবং বাফুফে সাধারণ সম্পাদক জনাব মোঃ আবু নাইম সোহাগ।  

বাংলাদেশ সময়: ২০২০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১৮
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।