ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

মেসি প্রতিভাবান আর রোনালদো পরিশ্রমী: তেভেজ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৩১ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০১৮
মেসি প্রতিভাবান আর রোনালদো পরিশ্রমী: তেভেজ রোনালদোর সঙ্গে ম্যানচেস্টার ইউনাটেডের সঙ্গে ও মেসির সঙ্গে আর্জেন্টিনা দলে খেলার অভিজ্ঞতা আছে তেভেজের-ছবি: সংগৃহীত

খেলোয়াড় হিসেবে দুই মহাতারকার সঙ্গেই ড্রেসিং রুম ভাগ করার সৌভাগ্য হয়েছে তেভেজের। ম্যানচেস্টার ইউনাইটেডে ক্রিস্টিয়ানো রোনলাদোর সঙ্গে এবং আর্জেন্টিনার হয়ে লিওনেল মেসির সঙ্গে খেলেছেন বর্তমানে বোকা জুনিয়র্সের হয়ে খেলা এই ফরোয়ার্ড। ফলে কাছ থেকেই দেখার সুযোগ পেয়েছেন এই দুই জীবন্ত কিংবদন্তীকে। সেই দেখা থেকেই মেসিকে প্রাকৃতিক প্রতিভা আর রোনালদোকে পরিশ্রমী ফুটবলারের তকমা দিলেন তেভেজ।

মেসির সঙ্গে তুলনা করতে গিয়ে জুভেন্টাস তারকা রোনালদোর পরিশ্রমী দিক তুলে ধরেন তেভেজ। রোনালদো যে ফিটনেস নিয়ে অতি সতর্ক এবং এর জন্য ঘন্টার পর ঘণ্টা তিনি জিমে কাটান তাও জানালেন তেভেজ।

'আমি মেসিকে কখনও জিমে দেখিনি, কিংবা বল থামানোর জন্য কোনো অনুশীলনে। ' আর্জেন্টিনার সান ইসিন্দ্রোতে এক অনুষ্ঠানে উপস্থিত তরুণদের উদ্দেশ্য করে বলেন কার্লোস তেভেজ।

'এটা তার জন্য প্রাকৃতিক (মেসির প্রতিভা), কিন্তু আপনি এখন যেমন তাকে ফ্রিক কিক নিতে ও (গোলবারের) কোণায় শট মারতে দেখেন, আগে এমন ছিল না। '

'রোনালদো সারাদিন জিমে সময় কাটায়, এটা অনেকটা ঘোরের মতো। '

'(ম্যানচেস্টার) ইউনাইটেডে আমরা সকাল ৯টায় অনুশীলন শুরু করতাম, কিন্তু উপস্থিত হতাম সকাল ৮টায় এবং সে (রোনালদো) ততক্ষণে সেখানে হাজির। '

'আমরা মাঝে মাঝে সকাল সাড়ে ৭টায় হাজির হতাম এবং তখনও তাকে সেখানে পেতাম। '

'রোনালদো সেরা হওয়ার জন্য প্রস্তুতি নেয় এবং মেসির ক্ষেত্রে সব প্রাকৃতিকভাবেই হয়। '

'এটাই সবচেয়ে বড় পার্থক্য যেটা আমি এই মুহূর্তে বিশ্বের সেরা দুই খেলোয়াড়ের মধ্যে দেখি। '

'মেসি অন্য ধরনের খেলা খেলে। সে তাই করে যা এবং যখন সে চায়। '

বাংলাদেশ সময়: ২১২৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১৮
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।