ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

সাতক্ষীরায় বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১৮
সাতক্ষীরায় বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন সাতক্ষীরায় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

সাতক্ষীরা: সাতক্ষীরায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনূর্ধ্ব-১৭ উদ্বোধন করা হয়েছে।

শনিবার (১৫ সেপ্টেম্বর) সকালে জেলা পর্যায়ের এ টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ ইফতেখার হোসেন। যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ও জেলা প্রশাসনের এর আয়োজন করে।

সাতক্ষীরা স্টেডিয়ামে উদ্বোধনী দিনে নিজ নিজ খেলায় জয় পেয়েছে দেবহাটা উপজেলা দল ও শ্যামনগর উপজেলা দল।  

দিনের প্রথম খেলায় ট্রাইবেকারে তালা উপজেলা দলকে ৩-১ গোলে হারিয়ে জয়লাভ করে দেবহাটা উপজেলা দল। একই স্থানে দিনের দ্বিতীয় খেলায় সাতক্ষীরা পৌরসভা দলকে ৩-০ গোলে পরাজিত করে জয়লাভ করে শ্যামনগর উপজেলা দল।  

উদ্বোধনী অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তরফদার মাহমুদুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন- জেলা পুলিশ সুপার (এসপি) মো. সাজ্জাদুর রহমান, জেলা পরিষদের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম, সদর উপজেলা চেয়ারম্যান মো. আসাদুজ্জামান বাবু, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এ কে এম আনিছুর রহমান, জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি ইঞ্জিনিয়র সিরাজুল ইসলাম প্রমুখ।

আরও উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আব্দুল হান্নান, দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. হাফিজ আল-আসাদ, তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাজিয়া আফরিন, জেলা ক্রীড়া কর্মকর্তা খালিদ জাহাঙ্গীর, জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক তৈয়েব হাসান বাবু, জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ইকবাল কবির খান বাপ্পি, ট্রেজারার শেখ মাসুদ আলী, নির্বাহী সদস্য আনোয়ার হোসেন আনু, জেলা ক্রীড়া সংস্থার সদস্য কাজী কামরুজ্জামান প্রমুখ।  

বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১৮
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।