ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ফুটবল

ঘরের মাঠে সিটির হার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১৮
ঘরের মাঠে সিটির হার ম্যানচেস্টার সিটির হার। ছবি: সংগৃহীত

চ্যাম্পিয়ন্স লিগের শুরুটা মোটেই ভাল হলো না পেপ গুয়ার্দিওলার শিষ্যদের। ফরাসি ক্লাব অলিম্পিক লিওঁর কাছে ঘরের মাঠে হেরে গেছে ম্যানচেস্টার সিটি।

ইতিহাদ স্টেডিয়ামে বুধবার রাতে ‘এফ’ গ্রুপের ম্যাচে ২-১ গোলে হারে সিটি। ম্যাক্সওয়েল করনেটের গোলে ম্যাচের ২৬তম মিনিটে এগিয়ে যায় লিঁও।

 

৪৩তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ফেকির। ডি-বক্সের বাইরে থেকে জোরালো এক শটে বল জালে জড়ান ফরাসি এই ফরোয়ার্ড।  

দ্বিতীয়ার্ধে নিজেদের কিছুটা গুছিয়ে নেয় ম্যানসিটি। ৬৭তম মিনিটে লেরয় সানের কাট-ব্যাক থেকে পাওয়া বল প্লেসিং শটে জালে বল পাঠান বের্নার্দো সিলভা। ম্যাচে ফেরার সম্ভাবনা জাগে স্বাগতিকদের। কিন্তু তা আর হয়ে ওঠেনি। চলতি প্রিমিয়ার লিগে প্রথম পাঁচ ম্যাচে অপরাজিত থাকলেও এই ম্যাচে আর নিজেদের হার এড়াতে পারেনি সিটিয়েনরা।

বাংলাদেশ সময়: ০৬১৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১৮
এমকেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।