ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ফুটবল

ইতিহাসে প্রথম, যৌথভাবে শীর্ষে ফ্রান্স-বেলজিয়াম

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৪৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০১৮
ইতিহাসে প্রথম, যৌথভাবে শীর্ষে ফ্রান্স-বেলজিয়াম রাশিয়া বিশ্বকাপ জয়ী ফ্রান্স-ছবি: সংগৃহীত

ফিফা র‌্যাঙ্কিংয়ের ২৫ বছরের ইতিহাসে এর আগে কখনোই যৌথভাবে শীর্ষে ওঠেনি দুটি দল। এবার শীর্ষে উঠেছে রাশিয়া বিশ্বকাপ জয়ী ফ্রান্স ও একই আসরে তৃতীয় হওয়া বেলজিয়াম এই নজির গড়লেন।

ফিফার র‌্যাঙ্কিংয়ে সর্বশেষ প্রকাশিত তালিকায় ইউরোপের জায়ান্ট দুটি দেশই সমান ১৭২৯ পয়েন্ট অর্জন করেছে।

র‌্যাঙ্কিংয়ে ব্রাজিলের অবস্থান তৃতীয়।

চতুর্থস্থানে বিশ্বকাপের ফাইনাল খেলা ক্রোয়েশিয়া। উরুগুয়ে, ইংল্যান্ড, পর্তুগাল, সুইজারল্যান্ড ও স্পেন যথাক্রমে নবম পর্যন্ত আগের অবস্থানেই আছে।

শীর্ষ দশে আর মাত্র একটি পরিবর্তন হয়েছে। নয় থেকে দশে চলে গেছে ডেনমার্ক।

আর্জেন্টিনারও আগের অবস্থান অপরিবর্তিত রয়েছে। রয়েছে একাদশতম স্থানে। তবে দ্বাদশ স্থানে উঠে আসা জার্মানির তিন ধাপ উন্নতি হয়েছে।

বাংলাদেশ সময়: ২০৪০ ঘণ্টা, ২০ সেপ্টেম্বর, ২০১৮
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।