ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

ফুটবল

চাঁদপুরে বঙ্গবন্ধু টুর্নামেন্টের ফাইনাল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০১২ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১৮
চাঁদপুরে বঙ্গবন্ধু টুর্নামেন্টের ফাইনাল বিজয়ীদের হাতে ট্যাম্পিয়ন ট্রফি তুলে দেওয়া হচ্ছে

চাঁদপুর: যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে চাঁদপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফটবল টুর্নামেন্ট অনূর্ধ্ব-১৭ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। খেলায় ট্রাইব্রেকারে ৪-২ গোলে কচুয়া একাদ্বশকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে চাঁদপুর পৌরসভা।

শনিবার (২২ সেপ্টেম্বর) বিকেলে চাঁদপুর স্টেডিয়ামে এ খেলা অনুষ্ঠিত হয়।

খেলা শেষে বিজয়ীদের হাতে ট্যাম্পিয়ন ট্রফি তুলে দেন পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া।

জেলা প্রশাসক (ডিসি) মো. মাজেদুর রহমান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- চাঁদপুর-৪ আসনের সংসদ সদস্য ড. মোহাম্মদ শামছুল হক ভূঁইয়া, জেলা পুলিশ সুপার (এসপি) জিহাদুল কবির পিপিএম, জেলা পরিষদ চেয়ারম্যান ওচমান গণি পাটওয়ারী, জেলা আওয়ামী লীগ সভাপতি মেয়র নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল।

বাংলাদেশ সময়: ২০০৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১৮
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।