ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

ফুটবল

বর্ষসেরা একাদশে রোনালদোসহ পাঁচজনই রিয়ালের

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০১৮
বর্ষসেরা একাদশে রোনালদোসহ পাঁচজনই রিয়ালের ফিফা'র বর্ষসেরা একাদশ-ছবি: সংগৃহীত

ফিফা’র বর্ষসেরা একাদশে স্থান পাওয়া পাঁচজন ফুটবলারই রিয়াল মাদ্রিদের। তুলনায় অনেক পিছিয়ে তাদের লিগ প্রতিদ্বন্দ্বী বার্সেলোনা। কাতালান জায়ান্টদের মাত্র একজন এই তালিকায় জায়গা পেয়েছেন।

তালিকায় গত মৌসুমে কিয়েভের ফাইনালে চ্যাম্পিয়নস লিগের শিরোপা জয়ী রিয়াল মাদ্রিদ দলের চারজনসহ সদ্য জুভেন্টাসে পাড়ি দেওয়া রোনালদোও আছেন। অন্যদিকে বার্সেলোনা থেকে তালিকায় আছেন শুধু মেসি।

বর্ষসেরা একাদশে স্থান পাওয়া ফুটবলাররা হলেন- ডেভিড ডি গিয়া, দানি আলভেজ, রাফায়েল ভারানে, সার্জিও রামোস, মার্সেলো, এডেন হ্যাজার্ড, লুকা মদ্রিচ, এনগোলো কান্তে, কিলিয়ান এমবাপ্পে, ক্রিস্টিয়ানো রোনালদো ও মেসি।

এদের মধ্যে ভারানে, রামোস, মার্সেলো, মদ্রিচ রিয়ালের বর্তমান দলের সদস্য আর রোনালদো সাবেক।

গতবার বর্ষসেরার তালিকায় থাকা বুফন, বোনুচ্চি, ক্রুস, ইনিয়েস্তা এবং নেইমারের স্থলাভিষিক্ত হয়েছেন ডি গিয়া, ভারানে, কান্তে, হ্যাজার্ড এবং এমবাপ্পে।

বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০১৮
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।