ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

ফুটবল

দিবালা-রোনালদো জেতালেন জুভেন্টাসকে

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০১৮
দিবালা-রোনালদো জেতালেন জুভেন্টাসকে ছবি: সংগৃহীত

ইতালিয়ান সিরিআ লিগে জয়ের ধারা অব্যাহত রেখেছে জুভেন্টাস। পাওলো দিবালার গোলে ও ক্রিস্টিয়ানো রোনালদোর নৈপুণ্যে বোলোগনাকে ২-০ গোলে হারায় ম্যাসিমিলিয়ানো অ্যালিগ্রির শিষ্যরা। দলের হয়ে অন্য গোলটি করেন ব্লেইস মাতুইদি।

আলিয়াঞ্জ স্টেডিয়ামে এদিন ১১ মিনিটে দিবালার গোলে এগিয়ে যায় জুভিরা। পরে ১৬ মিনিটে মাতুদির গোলে দারুণভাবে সহায়তা করেন আগের ম্যাচে গোল করা রোনালদো।

ম্যাচের বাকি সময় অবশ্য আর কোনো গোল করতে না পারা জুভেন্টাস ২-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে।

৬ ম্যাচ শেষে সবকটিতে জিতে ১৮ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষস্থানে অবস্থান করছে জুভেন্টাস।

বাংলাদেশ সময়: ০৯৫৫ ঘণ্টা, ২৭ সেপ্টেম্বর, ২০১৮
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।