ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

ফুটবল

রোনালদো গোল না পেলেও জয় পেয়েছে জুভেন্টাস

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৪ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০১৮
রোনালদো গোল না পেলেও জয় পেয়েছে জুভেন্টাস জুভেন্টাসের জয়ে গোল বঞ্চিত রোনালদো-ছবি: সংগৃহীত

ইতালিয়ান সিরিআ লিগে শক্তিশালী নাপোলির বিপক্ষে ৩-১ গোলের বড় জয় তুলে নিয়েছে জুভেন্টাস। তবে পুরো ম্যাচে দুর্দান্ত খেলেও গোলের দেখা পাননি ক্রিস্টিয়ানো রোনালদো। জোড়া গোল করেন মারিও মান্দজুকিচ। এক গোল উদযাপন করেন লিওনার্দো বোনুচ্চি।

ঘরের মাঠ অ্যালিয়াঞ্জ স্টেডিয়ামে শনিবার রাতে নাপোলিকে আতিথিয়েতা জানায় জুভিরা। তবে ১০ মিনিটে প্রতিপক্ষের গোলে পিছিয়ে যায় তারা।

গোলটি করেন ড্রিস মার্টেন্স।

ম্যাচে ফিরতে অবশ্য খুব বেশি সময় নেয়নি জুভেন্টাস। ২৬ মিনিটে মান্দজুকিচ গোল করেন। অ্যাসিস্টে ছিলেন রোনালদো। পরে সিআর সেভেনের সহায়তা ৪৯ মিনিটে নিজের জোড়া গোল উদযাপন করেন এই ক্রোয়েশিয়ান তারকা।

দ্বিতীয়ার্ধের ৭৬ মিনিটে সেই রোনালদোর হেড থেকেই পা লাগিয়ে গোল করে দলের জয় নিশ্চিত করেন বোনুচ্চি।

লিগে সাত ম্যাচে সবকটিতে জিতে ২১ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে জুভেন্টাস। আর পাঁচ ম্যাচ জেতা নাপোলি ৬ পয়েন্ট কম নিয়ে আছে দ্বিতীয় স্থানে।

বাংলাদেশ সময়: ১০২৮ ঘণ্টা, ৩০ সেপ্টেম্বর, ২০১৮
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।